আরও পড়ুন: কেরলের পুর এবং পঞ্চায়েত নির্বাচনে ঝড় কংগ্রেস জোটের! রাজধানী তিরুবনন্তপুরমে চমক এনডিএ-র
জয়নগর থেকে লিও মেসির জন্য ছয় কেজি ওজনের জয়নগরের মোয়া মেসি ভক্তদের পক্ষ থেকে লিও মেসিকে দেয়ার জন্য জয়নগর থেকে রওনা দিয়েছিল কলকাতার পথে। তবে একটাই প্রশ্ন মেসির যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী শনিবার দুটোর পর মেসি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু মেসি ভক্তরা কোন পথে এই জয়নগরের মোয়া তাদের স্বপ্নের ফুটবলের জাদুকর লিও মেসির হাতে তুলে দেবে সেটি চিন্তার হয়ে দাঁড়ায়।
advertisement
জয়নগরের প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী রাজেশ দাস এই মোয়া প্রস্তুত করেছে। বেশি ভক্তদের কাছ থেকে গত তিন দিন আগে এই মোয়ার অর্ডার পেয়েছিলেন তিনি। নীরবে সেই মোয়া তৈরি করে গিয়েছে তিনি। লিও মেসির জন্য তৈরি করা ফুটবল আকৃতির ছয় কেজি ওজনের মতে কী কী উপকরণ ব্যবহার করেছে রাজেশ দাস! এ বিষয়ে রাজেশ দাস তিনি বলেন, “গত তিন দিন আগে মেসি ভক্তদের পক্ষ থেকে আমাদের দোকানে একটি ফোন আসে সেই ফোনের ওপার থেকেই আমাকে বলা হয় লিও মেসির জন্য স্পেশাল ৬ কেজি ওজনের একটি মোয়া তৈরি করতে হবে। এরপর আমরা সেই মোয়া প্রস্তুত করি। নলেন গুড় এবং কনকচুর ধান দিয়ে এই মোয়া প্রস্তুত করি।
পাশাপাশি প্রচুর ড্রাইফুডস এর ও ব্যবহার করা হয়েছে। লিও মেসির জন্য এই মোয়াতে সুগার কোয়ালিটি মেন্টেন করা হয়েছে। লিও মেসিদের ভক্তদের পক্ষ থেকে এই মোয়া ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সংবাদ মাধ্যমে যে খবর শুনছি আমরা চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে যুবভারতীতে আমার মোয়া কি পৌঁছাবে ফুটবলের জাদুকরের হাতে! সেই নিয়ে চিন্তায় রয়েছি।
মেসি ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই মোয়া কোন পথে লিও মেসির হাতে পৌঁছবে নাকি রাজ্যের প্রসিদ্ধ জয়নগরের মোয়ার স্বাদ গ্রহণের থেকে বঞ্চিত থাকবে লিও মেসি! এই মোয়া আনুমানিক বাজার মূল্য পাঁচ হাজার টাকা বলে জানা গিয়েছে। লিও মেসিকে জয়নগরের প্রসিদ্ধ মোয়া খাওয়ানোর আশায় খুশি জয়নগরের প্রসিদ্ধ মোয়া ব্যবসায়ী রাজেশ দাস, তবে শেষ পর্যন্ত সেই মোয়া পৌঁছেছে না কি তা জানা জায়নি।






