Kerala Local Body Elections: কেরলের পুর এবং পঞ্চায়েত নির্বাচনে ঝড় কংগ্রেস জোটের! রাজধানী তিরুবনন্তপুরমে চমক এনডিএ-র

Last Updated:

Kerala Local Body Election: কেরলের পুর নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোটের কাছে হার মানল বাম জোট। শুধু তিরুবনন্তপুরমে জিতে মুখরক্ষা হল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের।

কেরলে জয় কংগ্রেসের
কেরলে জয় কংগ্রেসের
তিরুবনন্তপুরম: কেরলের পুর নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোটের কাছে হার মানল বাম জোট। শুধু তিরুবনন্তপুরমে জিতে মুখরক্ষা হল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের।
কেরলের ৬টি পৌর সংস্থায় নির্বাচন হয়েছিল, সেই সঙ্গে ১৪টি জেলার পঞ্চায়েত, ৮৭টি পুরসভা, ১৫২টি ব্লক পঞ্চায়েত এবং ৯৪১টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কংগ্রেসের এই সাফল্যের জেরে উচ্ছ্বসিত কংগ্রেস সাংসদ শশী তারুর।
advertisement
advertisement
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেরলের ৬টি কর্পোরেশনের মধ্যে ৪টি কর্পোরেশন দখলে নিয়েছে কংগ্রেস, ১টি জিতেছে বাম এবং বিজেপির জোট। ৮৭টি পুরসভার মধ্যে ৫৪টি জিতেছে কংগ্রেসের ইউডিএফ, বামেরা জিতেছে ২৮টি পুরসভায়, দুটি পুরসভায় মাত্র ফুটেছে পদ্মফুল। জেলা পঞ্চায়েতের মধ্যে ১৪টির মধ্যে ৭টি জিতেছে ইউডিএফ এবং আরও ৭টি এগিয়ে এলডিএফ। ব্লক পঞ্চায়েতের মধ্যে ৭৯টিতে জয় পেয়েছে কংগ্রেস এবং ৬৩টিতে এগিয়ে রয়েছে বামেরা। পাশাপাশি ৯৪১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫০৩টিতে জয় পেয়েছে কংগ্রেসের জোট, ৩৪১টিতে এগিয়ে বামেদের। ২৫টি পঞ্চায়েত জিতেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।
advertisement
তবে কেরলের পুর এবং পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জন্য সাফল্য বলতে রাজধানী তিরুবনন্তপুরমে ১০১টি আসনের মধ্যে দিয়ে সকলকে চমকে দিয়ে ৫০টি আসনে জয়। গত ৪৫ বছরে এই প্রথম তিরুবনন্তপুরম হাতছাড়া হল বামেদের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Local Body Elections: কেরলের পুর এবং পঞ্চায়েত নির্বাচনে ঝড় কংগ্রেস জোটের! রাজধানী তিরুবনন্তপুরমে চমক এনডিএ-র
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement