Lionel Messi in Kolkata: মেসির অনুষ্ঠানে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা! মাঠের দিকে এগিয়েও মাঝপথেই ফিরে গেল মুখ্যমন্ত্রীর কনভয়
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Lionel Messi in Kolkata: যুবভারতীতে ফুটবল মহাতারকা মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা। এর মধ্যেই জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যুবভারতীর দিকে এগিয়েও গাড়ি ঘুরিয়ে ফেরত চলে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়।
যুবভারতীতে ফুটবল মহাতারকা মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা। ফেন্সিং টপকে গ্যালারিতে ঢুকে পড়েন দর্শকরা, বোতলও ছোড়া হয় বলে অভিযোগ। বিপুল টাকার টিকিট কেটে মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষোভ উগরে দেন দর্শকরা। এর মধ্যেই জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যুবভারতীর দিকে এগিয়েও গাড়ি ঘুরিয়ে ফেরত চলে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়।
advertisement
advertisement
এদিনের অনুষ্ঠানে মাঠে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেই অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু মাঠের দিকে এগিয়েও মাঠে যাননি মুখ্যমন্ত্রী। মাঝপথেই ফিরে যায় মুখ্যমন্ত্রীর কনভয়।
advertisement
ঠিক ভাবে মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়ে ফেলেন। মাঠের মাঝে মেসিকে ঘিরে এত ভিড় যে গ্যালারি থেকে মেসিকে দেখাই যায়নি। সেই রাগে জল ভর্তি বোতল মাঠ লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়। ফলে, নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি। মাঠে চরম বিশৃঙ্খলার জেরে তাঁকে কনভয় করে বাইরে নিয়ে যাওয়া হয়। মাঠে বোতল এবং চেয়ার ছোড়া হয় বিপুল ভাবে। মাঠের ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। বিপুল টাকা খরচ করেও মেসিকে দেখতে না পাওয়ার বিক্ষোভ দেখাতে থাকেন দর্শকরা। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 13, 2025 12:53 PM IST









