TRENDING:

কাঁপাকাঁপা হাত, তবু গানের গলায় মাত! যেন লতা মঙ্গেশকর...! চেনেন ভাইরাল এই 'ঠাকুমাকে'?

Last Updated:

Viral Grandmother: হালিশহরের ৭৮ বছরের ভারতী ব্যানার্জি লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তার গানের গলা মুগ্ধ করছে নেটিজেনদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: হালিশহরের বছর ৭৮ এর এই ঠাকুমাই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। তার গলায় লতা মঙ্গেশকরের বিভিন্ন গান মুগ্ধ করছে নেট পাড়ার শ্রোতাদের। হালিশহর দোলতলার বাসিন্দা ভারতী ব্যানার্জি। কাঁপাকাঁপা হাত, শরীরেও বয়সের ছাপ পড়েছে যথেষ্ট। তবু যেন তার গানের গলা, মাত করে বড় বড় শিল্পীদেরও।
advertisement

আরও পড়ুন- ঘণ্টায় ৩৮,০০০ কিমি…! ধেয়ে আসছে ‘মহাপ্রলয়’! ধ্বংস হবে বহু শহর…ভারতও ‘গুঁড়ো’ হয়ে যাবে?

আরও পড়ুন- সবসময় ‘ফ্রিজ’ চলছে? সপ্তাহে ক’বার, ‘কখন’ বন্ধ করা উচিত ফ্রিজ…? নিয়মটা জানেন না বলেই বিপদ ডাকছেন!

এখনও কাছে পিঠে বিভিন্ন অনুষ্ঠানে গানের আবদার রাখতে পৌঁছে যান তিনি। শীতের মরশুমে শারীরিকভাবে কিছু অসুস্থতা থাকলেও, এখনো নিয়মিত চলে সংগীত চর্চা। গঙ্গার অপর প্রান্ত চুঁচুড়ায় জন্মস্থান হলেও বিয়ের পর থেকেই হালিশহরের শ্বশুরবাড়িতেই পাড়া-প্রতিবেশীদের উৎসাহে প্রথম গান গাওয়া শুরু। সেই থেকেই পাড়ার পূজো হোক বা কোন অনুষ্ঠান ডাক পড়ত ভারতি ব্যানার্জির।

advertisement

আরও পড়ুন- ব্যাঙ্ক হঠাৎ ‘দেউলিয়া’ হলে কী করবেন? কত টাকা ফেরত পাবেন…? টাকা ‘সুরক্ষিত’ রাখার উপায় জানুন! 

আরও পড়ুন- ট্রেনের AC কামরায় চড়েছিলেন দম্পতি, সন্তানদের সামনে এ কী ‘নোংরামি’…! রেলকর্মীরা দেখে ফেলতেই…ছিঃ!

পরিবারের লোকজন ও তার এই গানের চর্চা কে উৎসাহ যোগান। তবে কোনরকম তালিম নয়, টেপ রেকর্ডারে ক্যাসেটে গান বাজতো। আর সেই গান শুনে শুনেই মুখস্থ করেছেন বছর ৭৮ এর ভারতি ব্যানার্জি। তার প্রিয় সংগীত শিল্পীও অবশ্যই লতামঙ্গেসকারই। তবে সঙ্গীত সম্রাজ্ঞীর সঙ্গে কখনোই নিজের তুলনা টানার দৃষ্টতা করতে চান না তিনি। একেবারেই মাটির মানুষ, সারাদিন পলেস্তারা খসেপড়া বাড়ির একটি নির্দিষ্ট ঘরেই নিজের মতো করে জীবন কাটাচ্ছেন এই প্রতিভাবান সংগীত প্রেমী ভারতী ঘোষ। বহু মানুষ এখন তার গান শুনতে পৌছে যান বাড়িতে।

advertisement

কখনও মিউজিকের ট্র্যাকে, কখনো খালি গলায় তার গান সোশ্যাল মিডিয়ায় বড় বড় সংগীত শিল্পীদেরও টেক্কা দিচ্ছে ভিউতে। মঙ্গলও দ্বীপ জ্বেলে, হাজার তারার আলোয় ঘেরা, বা হিন্দি রাম তেরি গঙ্গা মেইলি বিখ্যাত গানও তার গলায় শুনে মুগ্ধ হন শ্রোতারা। এই বয়সেও বৃদ্ধার এমন গানের গলা কে তাই কুর্নিশ জানাচ্ছেন নেটাগরিকরাও।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

Rudra Narayan Roy

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাঁপাকাঁপা হাত, তবু গানের গলায় মাত! যেন লতা মঙ্গেশকর...! চেনেন ভাইরাল এই 'ঠাকুমাকে'?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল