আরও পড়ুন: লেভেল ক্রসিং-এ ৫০ বছর ধরে নেই রেলগেট! বাঁশ বেঁধে নিয়ন্ত্রণ করেন এলাকাবাসী
নবদ্বীপের প্রত্যেক মন্দিরেই শ্রী চৈতন্যদেবের পুজো হয় উচ্চারিত হয় জগাই মাধাই এর নামও। কিন্তু বহিরাগত ভক্তবৃন্দরা জানেনা জগাই মাধাইয়ের মন্দির কোথায়! তবে এই জগাই মাধাই এর পৈতৃক ভিটাই আজ পরে আছে অবহেলায়। খোঁজ নেয় না কেউ! কোথায় এই জগাই মাধাই এর পৈতৃক ভিটা? নবদ্বীপ শহরে পার্শ্ববর্তী এলাকা, মাধাইপুর। একদম নবদ্বীপ লাগোয়া এই মাধাই পুর গ্রাম। জানা যায় মাধাই এর নাম অনুসারেই এলাকার নাম হয় মাধাইপুর। প্রায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই জগাই মাধাই মন্দির।
advertisement
আরও পড়ুন: সাবধান! চুরি যেতে পারে শখের বড় চুল! বিক্রি করে লাখ লাখ টাকা দাম
মন্দিরের বর্তমান সেবাইত জানান, জাগাই মাধাই এর পৈতৃক ভিটা বর্তমানে নদী গর্ভে, এখন যেই জায়গায় তাদের নিত্য পুজো হয় সেটি তৎকালীন সময়ে ভাঁড়ার ঘর( রান্নার) ছিল। নদী ভাঙনের পর এখানেই পুজো হয়, যা প্রায় পাঁচশত বছর ধরে। প্রতিদিন তিন বেলা হয় পুজো, দুপুরে হয় পঞ্চব্যঞ্জন সহকারে অন্ন ভোগ। বর্তমান সেবাইত জানান, “বংশ পরম্পরায় আমরা এভাবেই কষ্টের মধ্যে দিয়েই সেবা কার্য চালাচ্ছি, অতীতে একাধিক বার মন্ত্রী সহ বিভিন্ন আধিকারিকেরা এসেছে, মিলেছে শুধুই আশ্বাস।ভক্তরা যা দেয়,তা দিয়েই কোন মতে চলে পুজো ও মন্দিরের রক্ষণাবেক্ষন।”
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুতরাং এবার থেকে শ্রীচৈতন্যদেবের টানে নবদ্বীপে তীর্থ করতে এলে অবশ্যই একবার ঘুরে যাবেন জগাই মাধাই এর এই মন্দিরেও।
Mainak Debnath