Crime News: সাবধান! চুরি যেতে পারে শখের বড় চুল! বিক্রি করে লাখ লাখ টাকা দাম

Last Updated:

Crime News: প্রায়শই বিভিন্ন এলাকায় এক শ্রেণির হকার বিভিন্ন জিনিসপত্রের বদলে কখনও নগদ অর্থের বদলে কিনে থাকেন মহিলাদের মাথার উঠে যাওয়া চুল। সেক্ষেত্রে নিছক কম দাম পাওয়া যায় না।

চুল চুরির অভিযোগ নদিয়ায়
চুল চুরির অভিযোগ নদিয়ায়
শান্তিপুর: নিজের শখের চুল অনেকেই বড় রাখতে ভালবাসেন। তবে সাবধান! সক্রিয় হয়েছে নতুন এক চোরের গ্যাং! এদের কাজ অন্য কিছু নয়, শুধু চুরি করে মানুষের মাথার বড় বড় চুলের গোছা! প্রকাশ্যে দিবালোকে পরিচারিকার কাজ করা একজন এসে নাবালিকাকে অপহরণ করে অজ্ঞান করে চুল কেটে নেওয়ার অভিযোগ। চুল চুরি চক্র ধরতে তৎপর শান্তিপুর থানার পুলিশ। তথ্য প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে বদলে যাচ্ছে অপরাধের ধরনও। এখন আর শুধুমাত্র ধনদৌলত নয়, নিত্যনতুন কৌশলে অভিনব বিষয় চুরি যাচ্ছে।
নদিয়ার শান্তিপুরে এইরকমই অভিনব এক চুরির চক্র সক্রিয় হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। চুরি যাচ্ছে মহিলাদের মাথার চুল! প্রায়শই বিভিন্ন এলাকায় এক শ্রেণির হকার বিভিন্ন জিনিসপত্রের বদলে কখনও নগদ অর্থের বদলে কিনে থাকেন মহিলাদের মাথার উঠে যাওয়া চুল । সেক্ষেত্রে নিছক কম দাম পাওয়া যায় না। তা জানেন মহিলারাও তাই চুল পরিচর্যা কিংবা আঁচড়ানোর সময় উঠে যাওয়া চুল তারা সযত্নে জমিয়ে রাখেন।
advertisement
advertisement
তবে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, মহিলাদের লম্বা চুল নাকি বিক্রি হয় ৪০-৫০ লক্ষ টাকা পর্যন্ত মূল্যে। স্থানীয় কাউন্সিলর দীপঙ্কর সাহা বলেন, “খবর পেতেই আমি ওই পরিবারের সঙ্গে কথা বলেছি। এমনকি এই বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেছি, এবং দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি।” এই ঘটনায় যদিও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: সাবধান! চুরি যেতে পারে শখের বড় চুল! বিক্রি করে লাখ লাখ টাকা দাম
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement