Nadia News: লেভেল ক্রসিং-এ ৫০ বছর ধরে নেই রেলগেট! বাঁশ বেঁধে নিয়ন্ত্রণ করেন এলাকাবাসী

Last Updated:

দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের উদ্যোগেই বাঁশের রেল গেট তৈরি করে নিয়ন্ত্রণ করা হয়। চাঁদা তুলে মাইনে করে রাখা হয়েছে লোক।

+
বাঁশের

বাঁশের রেলগেট তৈরি

নদিয়া: রেল কর্তৃপক্ষের প্রশংসা না পেলেও দুর্ঘটনা এড়াতে বাঁশের রেল গেট তৈরি করে নিজেরাই পাহারা দিচ্ছেন এলাকাবাসীরা। ভোট এলে প্রতিশ্রুতি মিললেও দীর্ঘ ৫০ বছর ধরে নিজেদের দুর্ঘটনা থেকে বাঁচাতে বাঁশের রেল গেট তৈরি করে নিজেরাই পাহারা দেন তারা। একাধিকবার বলেও তৈরি হয়নি রেল গেট। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার তারকনগর হল্ট স্টেশনের ঢিল ছোড়া দূরত্বে রয়েছে বাঁশের রেলগেট। এই রেল লাইন দিয়ে প্রায় দিনে কয়েক হাজার মানুষ পারাপার হয়। শুধু তাই নয়, একাধিক স্কুলের হাজার হাজার ছাত্রছাত্রীরা এই রেললাইন দিয়েই পারাপার হয়। সেখানে কোনও রেলগেট না থাকার কারণে এর আগে ঘটেছে একাধিক দুর্ঘটনা।
রেল দফতরকে একাধিক বার জানিয়েও কোনও কাজ হয়নি। অবশেষে ৫০ বছর ধরে নিজেরাই একটি বাঁশের রেলগেট তৈরি করেছে। ট্রেন আসার সময় হলে ওই বাঁশ নামিয়ে দেওয়া হয়। আর এই কাজের জন্য স্থানীয়রা কয়েকজনকে রেখেছে এবং তাদের নিজেরাই টাকা তুলে মাইনে দেন। ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসেন এবং প্রতিশ্রুতি দেন যেভাবেই হোক তারা রেল দফতরকে জানিয়ে রেল দফতরের অধীনে একটি রেলগেট তৈরি করবেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এভাবেই বহু ভোট এসেছে আর গিয়েছে কিন্তু রেলগেট আর তৈরি হয়নি বলে এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: লেভেল ক্রসিং-এ ৫০ বছর ধরে নেই রেলগেট! বাঁশ বেঁধে নিয়ন্ত্রণ করেন এলাকাবাসী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement