প্রজাপিতা ব্রহ্মাকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে মৃন্ময়ী দেবীকে পুজো করা হয় না কিন্তু জীবন্ত দুর্গা মহোৎসবের মধ্যে দিয়ে দেওয়া হয় বার্তা। যা আপনার মনের শক্তি জাগিয়ে তুলে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করে।মাটির দেবী নয় এখনে দেবী হিসাবে বসানো হয় জীবন্ত নারীকে। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীও থাকেন জীবন্ত।শুধু বর্ধমানেই নয় প্রজাপিতা ব্রহ্মাকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়-এর সমস্ত শাখাতেই হয় এই জীবন্ত দুর্গা মহোৎসব। বর্ধমান শহরের সাধনপুরের প্রজাপিতা ব্রহ্মাকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গত ২৫ বছর ধরে জীবন্ত নারীকে দেবী রূপে সাজিয়ে সাধারণ মানুষকে দেওয়া হয় বিশেষ বার্তা।
advertisement
আরও পড়ুন : বৃষ্টি ভেজা টাকির ইছামতীতে বিসর্জন দেখতে উপচে পড়ল ভিড়! ভৌগোলিক বেড়াজাল পেরিয়ে মিশে গেল আবেগ
প্রজাপিতা ব্রহ্মাকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের এই জীবন্ত দুর্গা মহোৎসব স্থাপন করেছে এক অনবদ্য দৃষ্টান্ত। প্রকৃত অসুর বধ ঘটে নিজের মনের অন্ধকারকে দূর করার মাধ্যমেই। মেডিটেশনের মাধ্যমে মনকে শান্ত করে, মনের শক্তির বিকাশ ঘটিয়ে এগিয়ে চলতে হবে জীবনে।