Durga Puja Dashami in Taki: বৃষ্টি ভেজা টাকির ইছামতীতে বিসর্জন দেখতে উপচে পড়ল ভিড়! ভৌগোলিক বেড়াজাল পেরিয়ে মিশে গেল আবেগ
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Durga Puja Dashami in Taki: ইছামতীর মাঝ বরাবর অদৃশ্য সীমান্তে নজর রাখেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ প্রশাসন, যাতে কোনো নৌকা সীমানা অতিক্রম না করে। উৎসবের আবহ বজায় রাখার পাশাপাশি নিরাপত্তার দিকেও থাকে বিশেষ নজর।
টাকি, জুলফিকার মোল্যা: টাকির ইছামতীতে বিসর্জনে ভিড় উপচে পড়ল, বাংলাদেশি নৌকা অনুপস্থিত। উত্তর ২৪ পরগনার টাকি শহর প্রতি বছরই দুর্গা বিসর্জনের জন্য বিশেষভাবে বিখ্যাত। কারণ, একমাত্র এখানেই বিজয়া দশমীর দিন ইছামতী নদীর বুকে দুই বাংলার এক অনন্য মিলনোৎসবের ছবি ধরা দেয়। ভারত–বাংলাদেশ সীমান্ত ঘেঁষা টাকির ইছামতী নদীতে প্রতিমা নিরঞ্জন দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ, শুধু দুই দেশের নয়, বিদেশ থেকেও পর্যটকরা আসেন এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে।
অবিভক্ত বাংলার ঐতিহ্য বহন করে চলা এই বিসর্জন উৎসব আজও টাকির গর্ব। দশমীর সকাল থেকেই নদীর দুই পারে সাজো সাজো রব। একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ— নদীর বুক জুড়ে নেমে আসে প্রতিমা-বোঝাই নৌকা। তখন মনে হয়, ইছামতী যেন মিলনের সেতু। ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দুই বাংলার নদী তীর। তবে নিরাপত্তা ব্যবস্থাও সমান কড়া। ইছামতীর মাঝ বরাবর অদৃশ্য সীমান্তে নজর রাখেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ প্রশাসন, যাতে কোনও নৌকা সীমানা অতিক্রম না করে।
advertisement
আরও পড়ুন : ইছামতীর বাতাসে মেশে বিজয়ার সুর, নীলকণ্ঠের ডানায় বিজয়ার গোধূলি নামে টাকির মাটিতে
উৎসবের আবহ বজায় রাখার পাশাপাশি নিরাপত্তার দিকেও থাকে বিশেষ নজর। যদিও আগের তুলনায় বাংলাদেশি নৌকার তেমন দেখা মেলেনি, ফলে কিছুটা হতাশ হয়েছেন উপস্থিত দর্শনার্থীরা। তবু ভিড়ের উৎসাহে কোনও ঘাটতি নেই। টাকির ইছামতী নদীর ঘাটে ভিড়ে উপচে পড়েছে পর্যটক। প্রতিমা নিরঞ্জনের সঙ্গে মিলেমিশে গিয়েছে দুই বাংলার আবেগ, সংস্কৃতি আর ঐতিহ্য।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2025 7:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Dashami in Taki: বৃষ্টি ভেজা টাকির ইছামতীতে বিসর্জন দেখতে উপচে পড়ল ভিড়! ভৌগোলিক বেড়াজাল পেরিয়ে মিশে গেল আবেগ