কাটোয়া শহর জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর থাকে নতুন নতুন থিমের আকর্ষণ। সেরকমই কাটোয়া শহরের অন্যতম একটি ক্লাব হল ইউনিক ক্লাব। প্রতিবছরই এই ইউনিক ক্লাব শহরবাসীর জন্য নতুন নতুন থিম নিয়ে হাজির হয় । এবছর তাদের নতুন চমক কাঠ পুতুলের দেশ। এই প্রসঙ্গে ক্লাবের তরফ থেকে সুদীপ্ত সেন জানান , প্রতিবছরই আমরা কাটোয়াবাসীকে নতুন নতুন থিম উপভোগ করানোর চেষ্টা করি । যেমন আগের বছরেও বুর্জ খলিফা করা হয়েছিল। এবছর নতুন ভাবনার মধ্যে দিয়ে কাঠ পুতুলের দেশ নিয়ে এসেছি।
advertisement
আরও পড়ুন: স্বাধীন বাংলাদেশের জনক বঙ্গবন্ধু মুজিবর রহমানের নামে ভারতবর্ষের মিষ্টির দোকানের নামকরণ
প্রতিবছরের মত এ বছরও লক্ষাধিক টাকা খরচ করে এই থিম তৈরি করা হয়েছে । কাঠ পুতুলের দেশ এই থিম তৈরি করতে সময় লেগেছে প্রায় ২০ দিন । কালনার শিল্পী বিশ্বনাথ হালদার এই থিম তৈরি করেছেন। কাগজের পুতুল, ফাইবার পুতুল, প্লাস্টিক পুতুল , আমড়া, কয়েত-বেল , হোগলা পাতা আরও বেশ কিছু উপকরণ দিয়ে এই থিম সাজিয়ে তোলা হয়েছে। কাটোয়ার ইউনিক ক্লাবের কার্তিক পুজো এবার ২৬ তম বছরে পদার্পণ করেছে ।
আরও পড়ুন: দিল্লির লালকেল্লা এবার পূর্ব বর্ধমানে কার্তিক পুজোর থিমে
বাংলার লোকউৎসব হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কার্তিক লড়াই তবে এই পুজোতে শুধুমাত্র যে কাটোয়া শহরের বাসিন্দারাই মেতে উঠেন তা কিন্তু নয় । কাটোয়ার কার্তিক লড়াইয়ে লক্ষাধিক মানুষ ভিড় জমান । আশেপাশের গ্রাম সহ পূর্ব বর্ধমান জেলা ছাড়িয়েও নদিয়া, বীরভূম, বাঁকুড়া জেলা থেকেও বহু মানুষ আসেন কাটোয়ার কার্তিক লড়াই দেখতে।
বনোয়ারীলাল চৌধুরী