East Bardhaman News: স্বাধীন বাংলাদেশের জনক বঙ্গবন্ধু মুজিবর রহমানের নামে ভারতবর্ষের মিষ্টির দোকানের নামকরণ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
ভারতের মিষ্টি দোকানের নামকরণ প্রতিবেশী বাংলাদেশের রাষ্ট্রনায়কের নামে! এমনই অবাক ঘটনা পূর্ব বর্ধমানে
পূর্ব বর্ধমান: নামীদামি সেলিব্রিটিদের নাম অনুযায়ী নিজেদের দোকান বা বাড়ির নামকরণ করতে দেখা যায় হামেশাই। কিন্তু এবার প্রতিবেশী দেশের দেশনায়কের নামাঙ্কিত মিষ্টির দোকান দেখা গেল পূর্ব বর্ধমানে। যে ঘটনা ইতিমধ্যেই বেশ শোরগোল ফেলে দিয়েছে।
নিজের পছন্দের ব্যাক্তিত্বকে অনুসরন বা অনুকরণের চল দীর্ঘদিনের। ভালোলাগার ব্যাক্তিত্বকে শ্রদ্ধা জানিয়ে অনেকে নিজেদের দোকান, বাড়ির নামকরণও করে থাকেন। তবে প্রতিবেশী দেশের দেশনায়কের নামাঙ্কিত দোকান হয়ত বিরল। এবার পূর্ব বর্ধমানে খোঁজ মিলল তেমনই এক দোকানের। দোকানের নাম বঙ্গবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার। খণ্ডঘোষ ব্লকের আরাডাঙা গ্রামে রয়েছে এই দোকানটি। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তথা স্বাধীন বাংলাদেশের কাণ্ডারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দোকানের এহেন নামকরণ বলে জানিয়েছেন দোকান মালিক।
advertisement
advertisement
দোকান মালিক নজরুল খান বলেন, আমার বাবা এই দোকানের নাম রেখেছিলেন, সেই থেকে এই নামই চলে আসছে। আমার বাবার কাছে রেডিও ছিল , বাবা রেডিওতে বাংলাদেশের মুজিবর রহমানের খবর শুনতেন। সেই খবর শুনেই ওনার উপর ভালোবাসা জন্মায়। ওনাকে শ্রদ্ধা জানিয়ে বাবা এই দোকানের নাম বঙ্গবন্ধু রাখেন।
বঙ্গবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারের বর্তমান মালিক নজরুল খানের বাবা ছিলেন শেখ মুজিবর রহমানের একনিষ্ঠ ভক্ত। তিনি দোকানের এই নামকরণ করেন। খণ্ডঘোষের খান পরিবারের বহু পরিজন আজও পদ্মাপাড়ের বাসিন্দা। নজরুল খানের বাবা কখনও চাক্ষুষ দেখেননি মুজিবর রহমানকে। কেবলমাত্র রেডিওতে বাংলাদেশের স্বাধীনতার লড়াই এবং মুজিবর রহমানের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার খবর শুনেই বঙ্গবন্ধুর ভক্ত হয়ে উঠেছিলেন। নজরুল খান’ও বাবার মতই মুজিব ভক্ত। তাঁর নিজের বড় ছেলের নামকরণ করেছেন বঙ্গবন্ধুর নামে- মুজিবর রহমান। নজরুলের কাছে আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যমের তরফে সংবর্ধনাও দেওয়া হয়েছে তাঁকে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2023 7:43 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: স্বাধীন বাংলাদেশের জনক বঙ্গবন্ধু মুজিবর রহমানের নামে ভারতবর্ষের মিষ্টির দোকানের নামকরণ