South 24 Parganas News: পরিকাঠামোর অভাবে ধুঁকছে কুলপি গ্রামীণ হাসপাতাল

Last Updated:

বেহাল চিকিৎসা পরিকাঠামোর কারণে কুলপি গ্রামীণ হাসপাতাল নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ। সঠিক পরিষেবা পাচ্ছেন না রোগীরাও

কুলপি গ্রামীন হাসপাতাল
কুলপি গ্রামীন হাসপাতাল
দক্ষিণ ২৪ পরগনা: কুলপি গ্রামীণ হাসপাতালের বেহাল অবস্থা। এখানকার পরিকাঠামোগত সমস্যা নিয়ে অভিযোগ তুলল স্থানীয়রা। সঠিক পরিষেবা মিলছে না বলে জানিয়েছেন তাঁরা। বাধ্য হয়ে ছুটতে হচ্ছে দূরের জেলা হাসপাতালে। এই হাসপাতাল একসময়ে ছিল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। পরে ২০১৪ সালে গ্রামীণ হাসপাতাল হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু তারপরেও পরিকাঠামোগত উন্নয়ন হয়নি বলে দাবি স্থানীয়দের।
ব্লকের কয়েক লক্ষ মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। রোজ ৭০০ থেকে ৮০০ রোগীর ভিড় হয় এখানে। ৩০ শয্যার হাসপাতালে ভর্তি থাকেন ৭০ থেকে ৮০ জন রোগী। এখানে গর্ভবতীদের প্রসব‌ও হয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, হাসপাতালে আসা রোগীদের দাঁড়ানোর জায়গা নেই। ওষুধ রাখার স্টোররুম নেই। হাসপাতালে স্থায়ী কোনও ঝাড়ুদার নেই। চতুর্থ শ্রেণির কর্মী আছে মাত্র দু’জন। হাসপাতালে চিকিৎসক আছেন মাত্র ৫ জন।
advertisement
advertisement
গ্রামবাসীরা জানিয়েছেন, কেউ একটু বেশি অসুস্থ হয়ে পড়লেই তাঁকে অন্যত্র রেফার করে দেওয়া হয়। এইসব অভিযোগ নিয়ে কুলপি ব্লক মেডিকেল অফিসার তিতাস রায় বলেন, কিছু সমস্যা আছে। কর্মী দরকার, স্টোর রুমের প্রয়োজন। সমস্ত বিষয় উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পরিকাঠামোর অভাবে ধুঁকছে কুলপি গ্রামীণ হাসপাতাল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement