South 24 Parganas News: স্কুল ছাত্ররা পড়াশোনা ফেলে বাইক রেসিংয়ে মত্ত! কলকাতার দোরগোড়ায় নতুন বিপত্তি

Last Updated:

বাইক রেসিংয়ের জ্বালায় অতিষ্ঠ বারুইপুরের মানুষ। বাধ্য হয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা। এরপরই অভিযানে নেমে একের পর এক বাইক বাজেয়াপ্ত করে পুলিশ

আটক বাইক গুলি
আটক বাইক গুলি
দক্ষিণ ২৪ পরগনা: বাইক রেসিংয়ের দাপট নাজেহাল এলাকাবাসী। প্রবল গতিতে বাইকের ছুটে যাওয়া এবং সেই সঙ্গে বিকট আওয়াজে অতিষ্ঠ বাসিন্দারা। এত বিকট শব্দে অনেকেই মাথা ব্যথায় ভুগছেন। বাইক রেসিংয়ের জেরে রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পাচ্ছে মানুষ। শেষে বাধ্য হয়েই তিতিবিরক্ত বাসিন্দারা বারুইপুর থানায় অভিযোগ জানান।
এলাকাবাসীর অভিযোগ পেয়ে বারুইপুর থানার পুলিস টংতলা, ধোপাগাছি এলাকায় অভিযান চালিয়ে ১৩ টি দামি বাইক বাজেয়াপ্ত করে। তাতেই দেখা যায় বেশিরভাগ বাইক চালক স্কুল অথবা কলেজ পড়ুয়া। এরপরই তাদের পরিবারকে থানায় তলব করা হয়। বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, বাইকচালকরা প্রত্যেকেই ছাত্র। তাই পরিবারের লোকজনকে থানায় ডেকে কড়াভাবে সতর্ক করা হবে।
advertisement
advertisement
প্রতিদিনই বাইক রেসিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এলাকায়। পুলিস সূত্রে খবর, বারুইপুরের টংতলা, পুরন্দরপুর মোড়, ধোপাগাছি এলাকা হয়ে বারুইপুর-আমতলা রোডে বাইক রেস নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। বাইক চালকরা টংতলার টেলি অ্যাকাডেমির সামনে নির্জন জায়গা থেকে প্রতিযোগিতা শুরু করত। তারপর সরাসরি এসে উঠত মূল রাস্তায়। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতি বুধ, শনি ও রবিবার বিকেল হলেই রেসিং হত। এর জেরে দুর্ঘটনাও ঘটেছে। রাস্তায় চলাচল করতে ভয় পায় সাধারণ মানুষ। বাইক চালকদের কারোর মাথাতেই হেলমেট থাকত না। এলাকার মানুষ চায় পুলিশ এই অভিযানের মধ্য দিয়ে স্থায়ীভাবে বাইক রেসিং বন্ধ করে দিক। না হলে আগামী দিনে বড় বিপত্তি দেখা দিতে পারে বলে তাঁদের আশঙ্কা।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: স্কুল ছাত্ররা পড়াশোনা ফেলে বাইক রেসিংয়ে মত্ত! কলকাতার দোরগোড়ায় নতুন বিপত্তি
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement