East Medinipur News: কেমন খাবার খাচ্ছে মানুষ? খতিয়ে দেখতে রেস্তোরাঁয় হানা

Last Updated:

কালীপুজোর আগে রেস্তোরাঁর খাবারের গুণগত মান খতিয়ে দেখতে বিশেষ অভিযান খাদ্য সুরক্ষা দফতরের। তমলুকের দোকানে দোকানে হানা দিলেন সরকারি আধিকারিকরা

+
ফুড

ফুড সেফটি দফতরের হানা

পূর্ব মেদিনীপুর: খাবারের গুণগত মান ও দাম যাচাইয়ে তমলুকের একের পর এক হোটেল ও রেস্তোরাঁয় হানা। সামনে কালীপুজো ও দেওয়ালি। আর তমলুক শহরের কালীপুজো বিখ্যাত। তিন-চারদিন ধরে চলে পুজো, নানান অনুষ্ঠান চলে। ফলে দূর দুরান্ত থেকে বহু মানুষ আসেন শহরে। পুজো দেখার পাশাপাশি তাঁরা জমিয়ে খাওয়া দাওয়াও করেন। আর তাই খাবারের মান যাচাইয়ের জন্য কালীপুজোর আগেই খাদ্য সুরক্ষা দফতর, পুলিশের ডিআইবি ও ক্রেতা সুরক্ষা দফতর তমলুক শহরের বিভিন্ন দোকানে দোকানে হানা দেয়।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর জুড়ে একের পর এক গজিয়ে উঠেছে খাবারের দোকান, রেস্তোরাঁ। সেই সব রেস্টুরেন্টের খাবারের গুণগত মান কেমন তা তা জানতেই অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর। তমলুকের বিভিন্ন দোকানে জিনিসপত্রের দাম এম‌আরপি’র তুলনায় বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছিল আগেই। আর তাই রেস্তোরাঁর পাশাপাশি কিছু স্টেশনারি দোকানেও খাদ্য সুরক্ষা দফতর ও ক্রেতা সুরক্ষা দফতর যৌথ অভিযান চালায়। এই অভিযানে সহায়তা করে পুলিশ।
advertisement
advertisement
তমলুক শহরের একাধিক জায়গায় এদিন অভিযান চলে। রেস্টুরেন্ট, কোল্ড ড্রিংকসের দোকানের পাশাপাশি একাধিক মিষ্টি দোকানেও অভিযান চালানো হয়। বেশ কিছু দোকানে দেখা যায় কোল্ড ড্রিংকসের দাম বোতলে লেখা দামের চেয়ে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। বিভিন্ন মিষ্টি দোকানে মিষ্টি তৈরির জন্য ব্যবহৃত রঙের গুণগত মান খতিয়ে দেখেন আধিকারিকেরা। মিষ্টি দোকানদারদের রঙের পরিমাণ কতটা হবে এবং কী ধরনের রং ব্যবহার করা উচিত তা জানানো হয়।
advertisement
এই অভিযান নিয়ে খাদ্য সুরক্ষা আধিকারিক মিনু কুণ্ডু জানান, কালীপুজো ও দিওয়ালির সময় খাবারের দোকানগুলিতে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও বেশি দামে জিনিসপত্র বিক্রির অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগ খতিয়ে দেখতেই এদিন তমলুক শহরের বিভিন্ন খাবারের দোকানে গিয়ে খাবারের মানপরীক্ষা করা হয়। জিনিসের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে। কয়েকজন দোকানদারকে কাগজপত্র নিয়ে পরে দফতরে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ক’দিন এই ভাবেই জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চলবে বলে জানা গিয়েছে।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: কেমন খাবার খাচ্ছে মানুষ? খতিয়ে দেখতে রেস্তোরাঁয় হানা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement