Uttar Dinajpur News: চকলেট ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলল শিশু! সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে এল গ্যাঁজলা

Last Updated:

বাড়ির মেঝে পড়ে থাকা ইঁদুর মারার বিষ চকলেট ভেবে খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল এক শিশু। সঙ্কটজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসা চলছে

উত্তর দিনাজপুর: চকলেট ভেবে ইঁদুর মারা বিষ খেয়ে ফেলল এক শিশু! চাঞ্চল্যকর ঘটনাটি হেমতাবাদের বিষ্ণুপুর গ্রামের। ঘরের মধ্যে পড়ে থাকা ইঁদুর মারার বিষ খয়রি রঙের দেখে ছোট্ট শাহাবাজ আলি সেটিকে চকলেট ভেবে বসে মুখের মধ্যে পুড়ে দেয়। এর কিছুক্ষণ পরই সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসা চলছে শিশুটির।
উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার বিষ্ণুপুর বাড়ি শাহবাজ আলির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘরেতে ইঁদুরের উৎপাত শুরু হওয়ায় পরিবারটি ইঁদুর মারার বিষ এনে রেখেছিলেন নুর মহম্মদ। মাটির মেজে ফোঁপড়া করে সেখানে বাসা বেধেঁছিল ইঁদুর। এদিকে নুর মহম্মদের ছেলে শাহাবাজ এতটাই ছোট যে সে অত কিছু বোঝে না। পরিবারের সদস্যদের চোখের আড়াল হতেই ওই শিশুটি হামাগুড়ি দিয়ে চকলেট ভেবে সেই ইঁদুরমারার বিষ খেয়ে ফেলে। সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে লালা বের হতে শুরু করে।
advertisement
advertisement
হঠাৎ করে ছেলের মুখ দিয়ে লালা বের হতে দেখে ভয় পেয়ে যায় পরিবারের সদস্যরা। তাঁরা তড়িঘড়ি করে শাহবাজকে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসেন। সেখানেই সঙ্কটজনক অবস্থায় চিকিৎসা চলছে ওই একরত্তির।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: চকলেট ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলল শিশু! সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে এল গ্যাঁজলা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement