East Burdwan News: দিল্লির লালকেল্লা এবার পূর্ব বর্ধমানে কার্তিক পুজোর থিমে 

Last Updated:

কাটোয়া শহরের এই কার্তিক পুজো সকলের কাছে পরিচিত কার্তিক লড়াই নামে । কার্তিক পুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন সমগ্র কাটোয়াবাসী। শহর জুড়ে ছড়িয়ে থাকে বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর থাকে নতুন নতুন থিমের আকর্ষণ।

+
পুজোর

পুজোর থিমে লাল কেল্লা 

পূর্ব বর্ধমান, কাটোয়া: দিল্লির লাল কেল্লা দেখার সুযোগ মিলবে এবার পূর্ব বর্ধমান জেলাতেই। কিন্তু কোথায় দেখা মিলবে এই সুযোগ? দিল্লির লাল কেল্লা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। সারা বছর বহু পর্যটক ভিড় জমান এটি দেখার জন্য। সেই লাল কেল্লা এবার উঠে এল পুজোর থিমেও।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের মানুষের অন্যতম বড় পুজো হল কার্তিক পুজো। কাটোয়া শহরের এই কার্তিক পুজো সকলের কাছে পরিচিত কার্তিক লড়াই নামে । রাত পোহালেই কার্তিক পুজো। এই কার্তিক পুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন সমগ্র কাটোয়াবাসী। শহর জুড়ে ছড়িয়ে থাকে বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর থাকে নতুন নতুন থিমের আকর্ষণ। সেরকমই কাটোয়া শহর লাগোয়া পানুহাটের অন্যতম একটি ক্লাব হল ইয়ংস্টাফ ক্লাব। প্রতিবছরই এই ক্লাব শহরবাসীর জন্য নতুন নতুন থিম নিয়ে হাজির হয় । এবছর তাদের নতুন চমক দিল্লির লাল কেল্লা।
advertisement
advertisement
এই প্রসঙ্গে ক্লাবের তরফ থেকে বাপি সরকার জানিয়েছেন , পুজোয় থিমের সঙ্গে সঙ্গে আমরা কিছু সোশ্যাল প্রোগ্রামও রেখেছি ক্লাবের তরফ থেকে। এই সোশ্যাল প্রোগ্রাম প্রত্যেক বছরই করা হয় । এলাকার কিছু দুঃস্থ মানুষ আছে তাদের হাতে আমরা যতটা সম্ভব কিছু শীত বস্ত্র তুলে দেব। পরিবেশ রক্ষার্থে এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্য ক্লাবের তরফ থেকে আমরা যত সম্ভব মানুষের কাছে একটি করে চারা গাছ তুলে দেব। কাটোয়ার পানুহাট ইয়ংস্টাফ ক্লাবের কার্তিক পুজো এবার ৫৮ তম বছরে পদার্পণ করেছে । ইতিমধ্যেই এই ক্লাবের আকর্ষণীয় থিম দিল্লির লাল কেল্লা তৈরির কাজ প্রায় শেষের দিকে।
advertisement
বাংলার লোকউৎসব হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কার্তিক লড়াই। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে কার্তিক পুজো । তবে এই পুজোতে শুধুমাত্র যে কাটোয়া শহরের বাসিন্দারাই মেতে উঠবেন তা কিন্তু নয় । কাটোয়ার কার্তিক লড়াইয়ে লক্ষাধিক মানুষ ভিড় জমান । আশেপাশের গ্রাম সহ পূর্ব বর্ধমান জেলা ছাড়িয়েও নদিয়া, বীরভূম, হুগলি, বাঁকুড়া জেলা থেকেও বহু মানুষ আসেন কাটোয়ার কার্তিক লড়াই দেখতে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Burdwan News: দিল্লির লালকেল্লা এবার পূর্ব বর্ধমানে কার্তিক পুজোর থিমে 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement