Purba Bardhaman News: বিদেশি ভাষা শেখার সুযোগ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, কী ভাবে আবেদন করবেন  

Last Updated:

Purba Bardhaman News: বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফরেন ল্যাঙ্গুয়েজ এর আগ্রহীরা ফরাসি ও রাশিয়ান ভাষার উপর সার্টিফিকেট, ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমার কোর্স করতে পারবেন।

বর্ধমান বিশ্ববিদ্যালয় 
বর্ধমান বিশ্ববিদ্যালয় 
পূর্ব বর্ধমান: বিদেশি ভাষা শেখার অনেকেরই ইচ্ছা থাকে। এমনকি বিদেশি ভাষা শেখানোর জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোর্সও করানো হয়। তবে এবার আর দূরে কোথাও যাওয়ার কোনও প্রয়োজন নেই। এবার বিদেশি ভাষা শেখার সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। ফরাসি এবং রাশিয়ান ভাষা নিয়ে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুসারে , বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফরেন ল্যাঙ্গুয়েজ এর আগ্রহীরা ফরাসি ও রাশিয়ান ভাষার উপর সার্টিফিকেট, ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমার কোর্স করতে পারবেন।
উপরিউক্ত কোর্সগুলিতে যে কোনও বিষয়ের স্নাতকরা ভর্তি হতে পারবেন। কিন্তু ডিপ্লোমা করার জন্য উপরিউক্ত ভাষায় একটি সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করলে, যারা ভর্তি হবেন তাদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে যাঁরা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আছেন, তাঁরা এই কোর্সের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন না। প্রাথমিক ভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০ টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
advertisement
আবেদন প্রক্রিয়া: উপরিউক্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য যারা আবেদন করবেন তাদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উপস্থিত থাকা লিঙ্কে গিয়ে সমস্ত রকম তথ্য এবং নথি জমা দিতে হবে। পড়ুয়াদের সুবিধার জন্য একটি ইউনিক কিউআর কোড রয়েছে, যা স্ক্যান করে আপনারা ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
advertisement
advertisement
কোর্সে আবেদনের জন্য ১৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে এবং বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে , পড়ুয়াদের আবেদনের সংখ্যার উপর নির্ভর করে মোট আসন সংখ্যার বিষয়ে তথ্য পরে জানানো হবে। তবে অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক চালু থাকবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এই কোর্স সম্পর্কে আরও তথ্য জানার জন্য আগ্রহীদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে হবে ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: বিদেশি ভাষা শেখার সুযোগ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, কী ভাবে আবেদন করবেন  
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement