Kali Puja in Tarapith: জয় মা কালী, দীপান্বিতা কালী পুজোর দিনে সেজে উঠেছে তারাপীঠ মন্দির, মায়ের সাজও অপরূপ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
Kali Puja in Tarapith: সকাল থেকে চলছে মা তারার বিশেষ পুজো, নিশিরাতে স্বর্ণালঙ্কারে সাজানো হচ্ছে মা তারাকে।
বীরভূম: সারা বছর তিনি মা তারা। কালীপুজোয় তারাপীঠের সেই মা তারাই – মা কালী রূপে পূজিতা হন। তারাপীঠে সব দেবদেবীর ঊর্ধ্বে মা তারা, সেই কারণেই তারাপীঠে মা তারা দেবী মূর্তি ছাড়া অন্য কোন দেবীর পূজা হয় না। সেবায়েতদের কাছে মা তারা কালীপুজোর আজকের দিন তারা অঙ্গে কালি রূপে বিরাজ করেন।
আজকে কালীপুজোর রাতে মা তারাকে স্বর্ণালঙ্কারে রাজরাজেশ্বরী বেশে সাজানো হবে। আর এই রাজ রাজেশ্বরী বেশে মা তারাকে দেখার জন্য ইতিমধ্যেই তারাপীঠ দর্শনার্থীদের ভিড় শুরু করেছে।দর্শনার্থীদের জন্য আজকে তারাপীঠে ছোট বড় লজ গুলি ঝকঝক করছে দীপাবলীর আলোর রোশনাই।
তারাপীঠ মন্দির এর পুরোহিত গোলক মহারাজ জানান আজকে মা তারার জন্য বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে। এরই সঙ্গে ১৫ জন পুরোহিত মোতায়ন করা হয়েছে অতিরিক্ত ভোগ রান্না করার জন্য যাতে তারাপীঠ মন্দিরে আগত সমস্ত দর্শনার্থীরা সামান্য হলেও ভোগ গ্রহণ করতে পারেন।
advertisement
advertisement
আরও পড়ুন – Team India’s Diwali Celebration: রঙিন পোশাক, খাওয়াদাওয়া, পার্টি, ফূর্তি, উল্লাস, রইল ভাইরাল ভিডিও
অন্যান্য অমাবস্যা তিথির থেকে কালীপুজোর দিন গভীর রাতে সেবায়েতদের মতে নিশিপুজো হয় তারা মায়ের। নিশি পুজোর সময় মা তারাকে স্নান করিয়ে বেনারসী শাড়ির সঙ্গে স্বর্ণালঙ্কারে ভূষিত করা হয়।
advertisement
আরও পড়ুন – Dakshineswar Kali Puja 2023: সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় দক্ষিণেশ্বর মন্দিরে, কী থাকবে মায়ের ভোগে
তারাময়বাবু ও ধ্রুববাবু জানান, কালীপুজোর দিন মা তারার জন্য দু’বেলা অন্নের ভোগ হয়। অন্নের ভোগে খিচুড়ি, পোলাও, ৫ রকম ভাজা, দু-তিন রকমের তরকারি, মাছ থাকে। একই সঙ্গে মন্দির চত্বরে ছাগ বলিদানের মাংস, পোড়ানো শোল মাছ, চাটনি, পায়েস ও মিষ্টির ভোগ নিবেদন করা হয়। এ ছাড়াও সন্ধ্যারতির সময় লুচি-মিষ্টির ভোগ নিবেদন করা হয়।
advertisement
সকাল থেকে দর্শনার্থীদের সংখ্যা কম থাকলেও সময় যত এগোবে সন্ধ্যা পেরিয়ে রাত হলেই দর্শনার্থীর সংখ্যা কয়েক গুণ বাড়বে বলে আশাবাদী তারাপীঠ মন্দির কমিটি।
Souvik Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2023 2:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja in Tarapith: জয় মা কালী, দীপান্বিতা কালী পুজোর দিনে সেজে উঠেছে তারাপীঠ মন্দির, মায়ের সাজও অপরূপ