Dakshineswar Kali Puja 2023: সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় দক্ষিণেশ্বর মন্দিরে, কী থাকবে মায়ের ভোগে
- Published by:Debalina Datta
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Dakshineswar Kali Puja 2023: জেনে নিন ভবতারিণীর পুজোয় কি ভোগ থাকে।
কলকাতা: করোনা আবহে কালীপুজোয় বেশ কিছু নিয়মে বদল হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। দূরত্ববিধি থেকে শুরু করে সমস্ত নিয়ম বলবৎ করা হয়েছিল কঠোর ভাবে। তবে অন্যান্য বছর কালী পুজোয় যে ধরণের নিয়ম দেখা যায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে, চলতি বছরে সেই চেনা ছন্দে দেখা মিলল দক্ষিণেশ্বর মন্দির।
এ দিন ভোর থেকেই মন্দির চত্বরের বাইরের অংশের চাতাল থেকে বালি ব্রিজ পর্যন্ত সর্বত্র ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পূর্ণ মাত্রায়। প্রতিবছর কালীপুজোর দিন ভোর থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমে দক্ষিণেশ্বর মন্দিরে। বিকেল থেকেই সেই ভিড় বাড়তে থাকে মন্দির চত্বরে।গঙ্গার ঘাট থেকে শুরু করে নাট মন্দির ও চাতাল জুড়ে দেখা যায় লাখো ভক্তের ভিড়। করোনা আবহে সেই পরিস্থিতির আমূল বদল আনা হয়েছিল। তবে ভিড়ের চাপে সকাল থেকে যে সব ভক্তরা বসে পুজো দিচ্ছেন, তাদেরকেও পুজো দেওয়ার পরে মন্দির ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে।
advertisement
আরও পড়ুন – Rain in Semi Final: সেমিফাইনালে বৃষ্টির জন্য খেলা শেষ না হলে ফাইনালে ভারত, কোন সমীকরণে এই হিসেব
advertisement
ফলে সকাল থেকেই হাজার হাজার মানুষের ভিড়ে কালীপুজো এই শক্তিপীঠে।আজ সকাল থেকে যে সব ভক্তরা পুজো দিতে আসছেন, তাঁরা মন্দিরে এসে দাঁড়িয়ে আছেন লম্বা লাইন ধরে। মন্দিরের চাতালে একসঙ্গে প্রায় কয়েক হাজার জনকে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।দক্ষিণেশ্বর মন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরী জানিয়েছেন, ” যে সব নিয়ম মেনে মন্দিরে পুজো হয়, এখনও সেটা বজায় রাখা হচ্ছে। গোটা দেশের মানুষের আবেগ জড়িয়ে আছে এই মন্দিরের সাথে। তাই কালী পুজোর দিনে কাউকেই পুজো দেওয়া থেকে বিরত করতে বা বঞ্চিত করা হবেনা। তাই মন্দিরের বিধি মেনেই সব কাজ করা হচ্ছে।”নাটমন্দিরে বসানো হয়েছে ক্যামেরা। সেখান থেকেই অবশ্য অনলাইনে ফিড মিলছে সরাসরি পুজো দেখার জন্যে।
advertisement
ভোরে দেবী ভবতারিণীর বিশেষ আরতি দক্ষিণেশ্বরের পুজোর বিশেষ আকর্ষণ। ঘট স্নানের পর মায়ের পুরনো ঘটেই নতুন করে গঙ্গার জল ভরে প্রতিষ্ঠা করা হয় কালীপুজোর দিন। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণের দেখানো পথেই পুজো পান। মায়ের ভোগও অতি সাধারণ। ভোগে নিবেদন করা হয় সাদাভাত, ঘি, পাঁচরকমের ভাজা, শুক্তো, তরকারি, পাঁচ রকমের মাছের পদ, চাটনি, পায়েস ও মিষ্টি। তবে এখানে কারণবারির (মদ) বদলে ডাবের জল দিয়েই মায়ের পুজো হয়।
advertisement
ABIR GHOSHAL
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2023 10:24 AM IST