এআই ব্যবহার করে আপনি তৈরি করতে পারবেন গেমিং অ্যাপ। যেখান থেকে আপনার পকেটে প্রতি মাসে আসবে মোটা টাকা। কিন্তু কীভাবে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে গেমিং অ্যাপ তৈরি করতে পারবেন? এর জন্য কি আপনাকে কোডিং জানতে হবে? জানিয়েছেন এআই প্রম্পট বিশেষজ্ঞ সুজয় ভট্টাচার্য।
জানিয়ে দিয়েছেন সহজ পদ্ধতি। তিনি বলছেন, বর্তমানে এআই-এর ব্যবহার ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বহু জটিল কাজ সহজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আবার অনেকেই এআই ব্যবহার করে উপার্জনের দিশা খুঁজে পাচ্ছেন। আপনি এআই ব্যবহার করে সহজেই বিভিন্ন গেমিং অ্যাপ তৈরি করতে পারবেন।
advertisement
সুজয়বাবু আরও বলছেন, এর জন্য আপনাকে কোডিং বিশেষজ্ঞ হতে হবে না। আপনি কী ধরনের গেম তৈরি করতে চাইছেন, সেখানে কী কী ফাংশন থাকবে, ইত্যাদি বিষয়গুলি বহুল প্রচলিত এআই প্ল্যাটফর্মে গিয়ে প্রম্পট করলেই আপনি নির্দিষ্ট কোড পেয়ে যাবেন। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এর মতো কোড আপনাকে এআই তৈরি করে দেবে।
আরও পড়ুন: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের কোনটি? নামটা জানলে চমকে যাবেন!
আপনাকে এই কোড কপি করে নিতে হবে। তারপর এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলি আপনাকে অ্যাপ তৈরি করে দেবে। এক্ষেত্রে সেই ওয়েবসাইটে গিয়ে সেখানে কোডিংয়ের জিপ ফাইল বা কোড পেস্ট করলে, তৈরি হয়ে যাবে আপনার গেমিং অ্যাপ। তিনি জানিয়েছেন, এই অ্যাপগুলি ব্যবহারের ক্ষেত্রে একদমই সুরক্ষিত হবে। তাই সবাই ব্যবহার করতে পারবেন। আপনার তৈরি গেমিং অ্যাপ বিভিন্ন অ্যাপ স্টোরে পাবলিশ করতে পারবেন। মানিটাইজেশন করারও সুযোগ রয়েছে।
আরও পড়ুন: ছোট ছোট পড়ুয়াদের সঙ্গে এমন কাণ্ড! রাগে অগ্নিশর্মা মমতা, দিয়ে দিলেন বড় নির্দেশ
এরপর যদি আপনার গেম জনপ্রিয় হয়ে ওঠে এবং যত বেশি ডাউনলোড হবে, তত টাকা উপার্জন হবে আপনার। তবে তিনি বলছেন, এই কাজের জন্য আপনাকে স্মার্টফোন বা কম্পিউটার চালানোর ক্ষেত্রে দক্ষ হতে হবে। তবেই এই কাজগুলি আপনি সহজে করতে পারবেন। আপনি নিজের পছন্দ মত বিভিন্ন গেমিং অ্যাপ তৈরি করতে পারবেন। অবসর সময় এই পদ্ধতিতে অ্যাপ তৈরি করে প্রচুর টাকা ইনকামের সুযোগ রয়েছে।
নয়ন ঘোষ





