TRENDING:

Jaynagar Moa: ইতালি থেকে মেশিন এসে পড়ে রয়েছে, হয়নি প্রশিক্ষণ! এই মরশুমেও চালু হল না জয়নগরের মোয়া হাব, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

Last Updated:

Jaynagar Moa Hub: জয়নগরের মোয়ার ব্যবসার প্রসার ঘটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মোয়া হাব তৈরির উদ্যোগ নেন। ২ কোটি ১২ লক্ষ টাকা খরচ করে তৈরিও হয় সেটি। ইতালি থেকে আনা হয় প্যাকেজিং মেশিন। কিন্তু আজও চালু হয়নি মোয়া হাব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: জয়নগরের বিখ্যাত মোয়া। জিআই ট্যাগ পাওয়ার পরে রাজ্যের এই সুস্বাদু মিষ্টি আরও বিখ্যাত হয়ে উঠেছে। এর প্রসার ঘটাতে মুখ্যমন্ত্রী নিজে মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন। এই হাব চালুর ব্যাপারে উদ্যোগ নেন। এরপরে খাদি গ্রামীণ শিল্প বোর্ড জয়নগর মজিলপুর পুরসভা এলাকায় মোয়া হাবের বাড়িও তৈরি করে ফেলেছিল। সেখানে ইতালি থেকে এসে গিয়েছে প্যাকেজিং মেশিন। মোয়া ব্যবসায়ী ও গুড় প্রস্তুতকারীদের নিয়ে গঠিত হয়েছিল জয়নগর মোয়া হাব সোসাইটি। কিন্তু এত কিছুর পরেও মোয়া হাব চালু হয়নি। এতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। কবে এটি চালু হবে, সেই প্রশ্নও অধরা।
advertisement

বিষয়টি নিয়ে খাদি গ্রামীণ শিল্প বোর্ডের এক কর্তা বলেন, দ্রুত চালু হবে মোয়া হাব। কিন্তু মেশিন চালানোর ব্যাপারে ব্যবসায়ীদের তো এখনও প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে অভিযোগ। কেন এই অবস্থা এই ব্যাপারে খাদি গ্রামীণ শিল্প বোর্ডের ওই কর্তা বলেন, দেখা হচ্ছে বিষয়টি। এদিকে, মোয়া হাব এখনও চালু না হওয়ায় বিরক্ত জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল। তিনি বলেন, “আমি নিজে বারংবার ব্যবসায়ীদের, প্রশাসনকে নিয়ে মিটিং করে সোসাইটি করে দিয়েছিলাম। তারপরেও হাব চালু করতে কেন এত সময় লাগছে, আমি খোঁজ নিয়ে দেখব।”

advertisement

আরও পড়ুনঃ দুর্গা কিংবা কালী নয়, সাক্ষাৎ যমরাজের পুজো হয় মালদহে! পাশে থাকেন চিত্রগুপ্ত, ১৫০ বছরের ঐতিহ্য

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে পুরসভার একটি মাঠ আছে। সেখানে সাড়ে চার কাঠা জমিতে হাবটি তৈরি হয়েছে। সেজন্য ২ কোটি ১২ লক্ষ টাকা খরচও হয়েছে। গত বছরে জয়নগর ১ নম্বর ব্লকের শিল্প উন্নয়ন আধিকারিকের উদ্যোগে জয়নগর মোয়া হাব সোসাইটি গঠন হয়েছিল। ৪০ জন সদস্য আছেন সেই সোসাইটিতে। ন’জন আছেন মূল কমিটিতে।

advertisement

View More

আরও পড়ুনঃ শুরু খেজুর গাছে হাঁড়ি বাঁধা! জলদি মিলবে জয়নগরের মোয়া, তবে এইবার ব্যবসায়ীরা ভুগছেন অন্য চিন্তায়

সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, মোয়া ব্যবসায়ীদের মেশিন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে মোয়ার গুণমান ঠিক রাখার জন্য সংরক্ষণের পদ্ধতি নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু কোথায় কী কোনও কাজই এগোয়নি বলে অভিযোগ।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শ্রীখোলে সুর তুলতে ওস্তাদ, বিশ্বজুড়ে বানিয়েছেন ১৫০০ ছাত্র! বাঙালিদের গর্ব নদীয়া নন্দন
আরও দেখুন

জয়নগর ১ নম্বর ব্লকের শিল্প উন্নয়ন আধিকারিক  বলেন, “আমি নতুন এসেছি। আমার কিছু জানা নেই এই ব্যাপারে।” এদিকে এক বহডুর মোয়া ব্যবসায়ী বলেন, প্যাকেজিং মেশিন কয়েক মাস ধরে পড়ে আছে হাবে। অন্য মেশিনও পড়ে আছে। কিন্তু হাব চালু হয়নি। এমনকী কীভাবে কাজ করতে হবে, তা নিয়ে প্রশিক্ষণও হয়নি। একই কথা বলেন আর এক ব্যবসায়ী বললেন, সরকারি উদ্যোগ নেওয়া হলেও তা থমকে রয়েছে। মোয়ার সিজন শুরু হতে আর কয়েক দিন। ব্যাপারটি প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jaynagar Moa: ইতালি থেকে মেশিন এসে পড়ে রয়েছে, হয়নি প্রশিক্ষণ! এই মরশুমেও চালু হল না জয়নগরের মোয়া হাব, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল