TRENDING:

দিঘার জগন্নাথ মন্দির তো দেখেছেন...! রামনগরের ‘এই’ জগন্নাথ মন্দির কি দেখেছেন আপনি? না দেখলে বড় 'মিস'!

Last Updated:

Jagannath Temple: দিঘা মানেই বাঙালির প্রিয় সমুদ্রতীর। এই ভিড়ভাট্টা থেকে সরে এলেই সামান্য দূরেই রয়েছে একেবারে অন্যরকম পরিবেশ, রামনগরের চন্দনপুর গ্রামের চৌধুরী জমিদার বাড়ির জগন্নাথ মন্দির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: দিঘা মানেই বাঙালির প্রিয় সমুদ্রতীর। এই ভিড়ভাট্টা থেকে সরে এলেই সামান্য দূরেই রয়েছে একেবারে অন্যরকম পরিবেশ, রামনগরের চন্দনপুর গ্রামের চৌধুরী জমিদার বাড়ির জগন্নাথ মন্দির। বহু ইতিহাস বিজড়িত জমিদার বাড়ি ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই মন্দিরে নেই কোনও ভিড়, নেই হইচই। বরং চারপাশে ছড়িয়ে আছে শান্তি, প্রশান্তি আর ভক্তির আবহ।
advertisement

এখানে এলেই মন ভরে যায় ভক্তিতে, আর মন্দিরের ইতিহাস শুনতে শুনতে আপনি ফিরে যাবেন প্রায় দুই শতাব্দী আগের ব্রিটিশ শাসনকালে। প্রায় ২০০ বছর আগে রামনগরের চৌধুরী বাড়ির বল্লভ চৌধুরীর পূর্বপুরুষগণ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পাশের পদুবাড়ি গ্রামের জমিদার সরোজরঞ্জন রায় (লালাজী) এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয়, মন্দিরের নিয়মিত সেবা ও পুজোর জন্য তিনি দেবোত্তর সম্পত্তিও দান করেন। সেই সময় থেকে আজও চন্দনপুরের চৌধুরী পরিবার এই মন্দিরে নিয়মিত পুজো হয়ে আসছে।

advertisement

আরও পড়ুন: এই বিশেষ ‘ধান’ চাষে ফলছে ‘সোনা’…! খরচ এক, ফায়দা ‘ডবল’! ‘বড়লোক’ হওয়া আটকে কে?

মন্দিরের সঠিক স্থাপনার বছর জানা না গেলেও জমিদার পরিবারের বর্তমান সদস্যদের দাবি—প্রায় দুই শতাব্দী আগে থেকেই মন্দিরে নিয়মিত পুজো চলছে। এই মন্দিরটি শুধু ভক্তি নয়, স্বাধীনতা আন্দোলনেরও অংশ। স্থানীয়দের কথায়, ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের আশ্রয়স্থল ছিল এই চৌধুরী বাড়ি। ব্রিটিশ পুলিশ সেই খবর পেয়ে একসময় আগুন লাগিয়ে দেয় বাড়িটিতে। পুড়ে ছাই হয়ে যায় বহু ঐতিহ্যবাহী জিনিসপত্র, নথিপত্র। তবুও আগুনে ক্ষতিগ্রস্ত না হয়ে টিকে যায় মন্দিরটি। আজও যেন সেই আগুনে পোড়া অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জগন্নাথ মন্দির।

advertisement

View More

আরও পড়ুন: স্বামী নেই…! তবু ‘কার’ নামে আজও সিঁথিতে সিঁদুর পরেন রেখা? নিজেই খুলে দিয়েছিলেন রহস্য!

সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরটি ভগ্নপ্রায় অবস্থায় পৌঁছেছিল। কিন্তু বর্তমানে চৌধুরী পরিবারের উদ্যোগে মন্দিরটি নতুনভাবে সংস্কার করা হয়েছে। স্থানীয় মানুষের সহায়তায় পুনর্নির্মাণের পর এখন মন্দিরের ভিতর-বাহিরে দেখা যায় অপূর্ব কারুকার্য। স্থাপত্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে প্রাচীন কলিঙ্গ রীতির ছোঁয়া। মূল গর্ভগৃহে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়েছে, যা পূর্ণ ভক্তি ও আস্থার প্রতীক।

advertisement

আরও পড়ুন: লটারিতে ১ কোটি টাকা জিতলে ‘ট্যাক্স’ দিতে হয় কত…? ঘরে আসবে ‘কত’ টাকা? চমকে যাবেন ‘হিসেবে- নিকেশে!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দিঘার কোলাহল থেকে কয়েক মুহূর্তের শান্তি খুঁজে নিতে চাইলে এই মন্দির হতে পারে আপনার জন্য অনন্য গন্তব্য। দিঘা থেকে টোটো বা অটো করে সহজেই পৌঁছন যায় রামনগরের চন্দনপুরে। আবার এগরা দিক থেকে এলে দেপাল বাসস্ট্যান্ডে নেমে অটো, রিক্সা বা টোটোতে আসা যায়। কাঁথির দিক থেকেও রামনগর বাসস্ট্যান্ড হয়ে সহজেই পৌঁছান সম্ভব এই মন্দিরে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিঘার জগন্নাথ মন্দির তো দেখেছেন...! রামনগরের ‘এই’ জগন্নাথ মন্দির কি দেখেছেন আপনি? না দেখলে বড় 'মিস'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল