স্বামী নেই...! তবু 'কার' নামে আজও সিঁথিতে সিঁদুর পরেন রেখা? নিজেই খুলে দিয়েছিলেন রহস্য!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Rekha: দিল্লির বিশিষ্ট শিল্পপতি মুকেশ আগরওয়ালকে তিনি বিয়ে করেছিলেন ১৯৯০ সালে। কিন্তু তাদের বিয়েটা এক বছরও টেঁকেনি। মুকেশ বিয়ের আট মাসের মাথায় রেখার ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মুকেশের মৃত্যু নিয়ে এরপর অনেক জলঘোলা হয়।
advertisement
রেখা যেন ভারতীয় চলচ্চিত্রের এক জীবন্ত মিথ। তাঁর অভিনয় দক্ষতা থেকে তাঁর সৌন্দর্য আজও পুরুষের রাতের ঘুম কেঁড়ে নেয় মুহূর্তে। ৭০ এর দশকের সুপারহিট অভিনেত্রী রেখা আজও এভারগ্রিন। বলিউডের কোনও অনুষ্ঠান থেকে যে কোনও ছবির মহরত যে খানেই তিনি পা দেন, মুহূর্তে সবটুকু আলো শুষে নেওয়ার ক্ষমতা রাখেন অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement
তার সৌন্দর্য এবং গ্ল্যামারাস স্টাইল দেখে তার বয়স অনুমান করা কঠিন। মাত্র ১৬ বছর বয়সে তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন রেখা। আপনি সম্ভবত রেখাকে সব সময় সিঁদুর পরতে দেখেছেন, এবং অনেকেই ভাবছেন কেন এবং কার জন্য তিনি আজও সিঁথি রাঙান। এই প্রসঙ্গটি আজও ব্যাপকভাবে চর্চায় উঠে আসে ড্রইং রুম থেকে বেডরুমে।
advertisement
advertisement
advertisement
advertisement
অমিতাভের সঙ্গে বিচ্ছেদের পর রেখা অবশ্য বিয়ে করেছিলেন। দিল্লির বিশিষ্ট শিল্পপতি মুকেশ আগরওয়ালকে তিনি বিয়ে করেছিলেন ১৯৯০ সালে। কিন্তু তাদের বিয়েটা এক বছরও টেঁকেনি। মুকেশ বিয়ের আট মাসের মাথায় রেখার ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মুকেশের মৃত্যু নিয়ে এরপর অনেক জলঘোলা হয়।
advertisement
advertisement
কেউ কেউ মনে করেন রেখা অমিতাভ বচ্চনের জন্যই সিঁদুর পরেন। অমিতাভের সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়ে ঋষি কাপুর এবং নিতু সিংয়ের বিয়ের দিন নাকি সিঁথিতে সিঁদুর নিয়ে বিবাহ আসরে উপস্থিত হয়েছিলেন রেখা। সেই সময় রেখার সিঁথিতে সিঁদুর দেখে প্রশ্ন উঠেছিল। রেখা তখন সাফাই দিয়ে বলেন তিনি শুটিং সেট থেকে সরাসরি চলে এসেছেন তাই সিঁদুর তোলার সময় পাননি।
advertisement
advertisement
advertisement
রেখার সিঁথির সিঁদুরের দাবিদার বলে অনেকেই অমিতাভ বচ্চনকে ধরে নেন। কিন্তু সেটা নাকি আদতে ভুল। অমিতাভের পর নাকি একসময় সঞ্জয় দত্তের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন সুপারহিট হিরোইন। শুধু তাই নয়, বলিউডের এই কন্ট্রোভার্সি কুইন নাকি গোপনে সঞ্জয় দত্তকে বিয়েও করেছিলেন। আর আজও তাঁরই মঙ্গল কামনায় নাকি নিয়মিত সিঁদুর পরেন গ্ল্যামার কুইন
advertisement