লটারিতে ১ কোটি টাকা জিতলে 'ট্যাক্স' দিতে হয় কত...? ঘরে আসবে 'কত' টাকা? চমকে যাবেন 'হিসেবে- নিকেশে!

Last Updated:
Lottery: আচ্ছা বলুন তো, দেখি আপনি লটারিতে ১ কোটি টাকা জিতলে সরকারকে ট্যাক্স দেওয়ার পর কত টাকা হাতে পাবেন? প্রশ্ন শুনেই হকচকিয়ে গেলেন তো? চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সাধারণ জ্ঞানের আরও একটি মজাদার তথ্য।
1/11
ভারতে, সমস্ত আয় আয়করের আওতাধীন। যদিও এক্ষেত্রে আয়কর বিভাগ নিম্ন আয়ের ব্যক্তিদের আয়করে পর্যাপ্ত ছাড় দেয়। আর এই আয়করের নিয়ম অনুসারে, লটারি বা গেমিং ও প্রতিযোগিতায় জেতা টাকাও করযোগ্য বা 'ট্যাক্সেবল' বলেই বিবেচিত হয়।
ভারতে, সমস্ত আয় আয়করের আওতাধীন। যদিও এক্ষেত্রে আয়কর বিভাগ নিম্ন আয়ের ব্যক্তিদের আয়করে পর্যাপ্ত ছাড় দেয়। আর এই আয়করের নিয়ম অনুসারে, লটারি বা গেমিং ও প্রতিযোগিতায় জেতা টাকাও করযোগ্য বা 'ট্যাক্সেবল' বলেই বিবেচিত হয়।
advertisement
2/11
ভারতের আয়কর আইন ১৯৬১ অনুসারে, লটারি বা গেম শোতে জেতা যে কোনও পুরস্কার মাত্রেই তা করযোগ্য। এক্ষেত্রে লটারির টিকিট কাটা নিয়ে মানুষের মধ্যে কৌতহল থাকলেও বেশিরভাগ মানুষই জানেন না সঠিক উত্তর। কিন্তু আসল উত্তর জানলে অবাক হবেন আপনিও।
ভারতের আয়কর আইন ১৯৬১ অনুসারে, লটারি বা গেম শোতে জেতা যে কোনও পুরস্কার মাত্রেই তা করযোগ্য। এক্ষেত্রে লটারির টিকিট কাটা নিয়ে মানুষের মধ্যে কৌতহল থাকলেও বেশিরভাগ মানুষই জানেন না সঠিক উত্তর। কিন্তু আসল উত্তর জানলে অবাক হবেন আপনিও।
advertisement
3/11
আচ্ছা বলুন তো দেখি আপনি লটারিতে ১ কোটি টাকা জিতলে সরকারকে ট্যাক্স দেওয়ার পর কত টাকা হাতে পাবেন? প্রশ্ন শুনেই হকচকিয়ে গেলেন তো? চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সাধারণ জ্ঞানের আরও একটি মজাদার তথ্য।
আচ্ছা বলুন তো দেখি আপনি লটারিতে ১ কোটি টাকা জিতলে সরকারকে ট্যাক্স দেওয়ার পর কত টাকা হাতে পাবেন? প্রশ্ন শুনেই হকচকিয়ে গেলেন তো? চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সাধারণ জ্ঞানের আরও একটি মজাদার তথ্য।
advertisement
4/11
যদি আপনি টিভি গেম শোতে বড় অঙ্কের পুরস্কার পান অথবা লটারিতে বিরাট অঙ্কের অর্থ যেতেন, তাহলে সেক্ষেত্রে উদযাপন কিন্তু প্রায়শই করের কারণে ম্লান হয়ে যায়। কারণ আয়কর আইনের অধীনে, লটারি, ক্রসওয়ার্ড পাজল, ঘোড়দৌড়, বাজি, তাস খেলা এবং টেলিভিশন প্রতিযোগিতা থেকে জয়ের উপর ৩০ শতাংশ হারে কর আরোপ করা হয়, সঙ্গে সেস এবং সারচার্জও প্রযোজ্য হয়।
যদি আপনি টিভি গেম শোতে বড় অঙ্কের পুরস্কার পান অথবা লটারিতে বিরাট অঙ্কের অর্থ যেতেন, তাহলে সেক্ষেত্রে উদযাপন কিন্তু প্রায়শই করের কারণে ম্লান হয়ে যায়। কারণ আয়কর আইনের অধীনে, লটারি, ক্রসওয়ার্ড পাজল, ঘোড়দৌড়, বাজি, তাস খেলা এবং টেলিভিশন প্রতিযোগিতা থেকে জয়ের উপর ৩০ শতাংশ হারে কর আরোপ করা হয়, সঙ্গে সেস এবং সারচার্জও প্রযোজ্য হয়।
advertisement
5/11
যেহেতু এটি একটি বিশেষ আয়, তাই লটারির টিকিট জিতলে বা কৌন বনেগা ক্রোড়পতির মতো রিয়ালিটি শো-তে পুরস্কার অর্থ জিতলে কোনও মৌলিক ছাড় পাওয়া যায় না। উপরোক্ত ১০ লক্ষ টাকার বেশি জয়ের উপর একটি সারচার্জ আরোপ করা হয়।
যেহেতু এটি একটি বিশেষ আয়, তাই লটারির টিকিট জিতলে বা কৌন বনেগা ক্রোড়পতির মতো রিয়ালিটি শো-তে পুরস্কার অর্থ জিতলে কোনও মৌলিক ছাড় পাওয়া যায় না। উপরোক্ত ১০ লক্ষ টাকার বেশি জয়ের উপর একটি সারচার্জ আরোপ করা হয়।
advertisement
6/11
এর অর্থ হল, যদি আপনি লটারি বা গেম শোতে ১ কোটি টাকা জিতে থাকেন, তাহলে ৩০ লক্ষ টাকা সরাসরি আয়করের উদ্দেশ্যে যাবে। সেইসঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ সারচার্জও আরোপ করা হবে। এছাড়াও, শিক্ষা কর (CESS) এবং উচ্চ শিক্ষা কর (Higher Education CESS) এর মতো করও দিতে হবে আপনাকে। আপনি যে প্রতিষ্ঠান থেকে পুরস্কারের অর্থ জিতেছেন সেই প্রতিষ্ঠান এই করগুলি কেটে নেওয়ার জন্য দায়ী থাকবে।
এর অর্থ হল, যদি আপনি লটারি বা গেম শোতে ১ কোটি টাকা জিতে থাকেন, তাহলে ৩০ লক্ষ টাকা সরাসরি আয়করের উদ্দেশ্যে যাবে। সেইসঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ সারচার্জও আরোপ করা হবে। এছাড়াও, শিক্ষা কর (CESS) এবং উচ্চ শিক্ষা কর (Higher Education CESS) এর মতো করও দিতে হবে আপনাকে। আপনি যে প্রতিষ্ঠান থেকে পুরস্কারের অর্থ জিতেছেন সেই প্রতিষ্ঠান এই করগুলি কেটে নেওয়ার জন্য দায়ী থাকবে।
advertisement
7/11
এই প্রসঙ্গে কর বিভাগের প্রধান এসআর পট্টনায়েক উল্লেখ করেছেন যে, নিয়মিত আয় যেমন স্যালারির উপর স্ল্যাব হারে কর আরোপ করা হলেও, আইনের ১১৫বিবি ধারায় জয়ের অর্থের উপর ৩০ শতাংশ হার নির্ধারণ করা হয়েছে, যেখানে কোনও ভাতা বা ট্যাক্স কাটার অনুমতি নেই।
এই প্রসঙ্গে কর বিভাগের প্রধান এসআর পট্টনায়েক উল্লেখ করেছেন যে, নিয়মিত আয় যেমন স্যালারির উপর স্ল্যাব হারে কর আরোপ করা হলেও, আইনের ১১৫বিবি ধারায় জয়ের অর্থের উপর ৩০ শতাংশ হার নির্ধারণ করা হয়েছে, যেখানে কোনও ভাতা বা ট্যাক্স কাটার অনুমতি নেই।
advertisement
8/11
তাহলে ১ কোটি টাকার লটারি জিতলে আপনি কত লক্ষ টাকা হাতে পাবেন?প্রথমেই ৩০ শতাংশ কর ধার্য করা হবে, অর্থাৎ ১ কোটি থেকে ৩০ লক্ষ টাকা কেটে নেওয়া হবে, আর বাকি থাকবে ৭০ লক্ষ টাকা। ৩০ শতাংশ কর ধার্য করা হবে, অর্থাৎ ৩ লক্ষ টাকা, যার ফলে মোট করের পরিমাণ হবে ৩৩ লক্ষ টাকা।
তাহলে ১ কোটি টাকার লটারি জিতলে আপনি কত লক্ষ টাকা হাতে পাবেন?প্রথমেই ৩০ শতাংশ কর ধার্য করা হবে, অর্থাৎ ১ কোটি থেকে ৩০ লক্ষ টাকা কেটে নেওয়া হবে, আর বাকি থাকবে ৭০ লক্ষ টাকা। ৩০ শতাংশ কর ধার্য করা হবে, অর্থাৎ ৩ লক্ষ টাকা, যার ফলে মোট করের পরিমাণ হবে ৩৩ লক্ষ টাকা।
advertisement
9/11
সারচার্জ এবং সেস মিলিয়ে কার্যকর করের হার বেড়ে ৩৫.৮৮ শতাংশ হয়। যার ফলে ১ কোটি টাকার লটারি বা গেম শোতে বিজয়ী সেক্ষেত্রে প্রায় ৬৪.১২ লক্ষ টাকা ঘরে তুলবেন।
সারচার্জ এবং সেস মিলিয়ে কার্যকর করের হার বেড়ে ৩৫.৮৮ শতাংশ হয়। যার ফলে ১ কোটি টাকার লটারি বা গেম শোতে বিজয়ী সেক্ষেত্রে প্রায় ৬৪.১২ লক্ষ টাকা ঘরে তুলবেন।
advertisement
10/11
৩০ শতাংশ টিডিএস এবং ৪ শতাংশ শিক্ষা শুল্কের পর বিজয়ীর প্রাপ্ত মোট আয় হবে ৬৮,৮০,০০০ টাকা। হিসেব অনুযায়ী আইটিআর দাখিলের সময়, ৩০ শতাংশ কর, ১০ শতাংশ সারচার্জ, ৪ শতাংশ শিক্ষা শুল্ক কাটার পর বিজয়ীর গৃহীত চূড়ান্ত অর্থ হবে ৬৫,৬৮,০০০ টাকা।
৩০ শতাংশ টিডিএস এবং ৪ শতাংশ শিক্ষা শুল্কের পর বিজয়ীর প্রাপ্ত মোট আয় হবে ৬৮,৮০,০০০ টাকা। হিসেব অনুযায়ী আইটিআর দাখিলের সময়, ৩০ শতাংশ কর, ১০ শতাংশ সারচার্জ, ৪ শতাংশ শিক্ষা শুল্ক কাটার পর বিজয়ীর গৃহীত চূড়ান্ত অর্থ হবে ৬৫,৬৮,০০০ টাকা।
advertisement
11/11
সুতরাং বুঝতেই পারছেন, জ্যাকপট, রিয়েলিটি শো-এর পুরষ্কার, অথবা লাকি ড্র যাই হোক না কেন, পুরস্কারের এক তৃতীয়াংশেরও বেশি অর্থ করদাতার কাছে যায়। যদিও এখনও অনেকেই এই হিসেব বোঝেন না। তাই কেউ কেউ কর উপদেষ্টাদের সাহায্য নেন।
সুতরাং বুঝতেই পারছেন, জ্যাকপট, রিয়েলিটি শো-এর পুরষ্কার, অথবা লাকি ড্র যাই হোক না কেন, পুরস্কারের এক তৃতীয়াংশেরও বেশি অর্থ করদাতার কাছে যায়। যদিও এখনও অনেকেই এই হিসেব বোঝেন না। তাই কেউ কেউ কর উপদেষ্টাদের সাহায্য নেন।
advertisement
advertisement
advertisement