লটারিতে ১ কোটি টাকা জিতলে 'ট্যাক্স' দিতে হয় কত...? ঘরে আসবে 'কত' টাকা? চমকে যাবেন 'হিসেবে- নিকেশে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Lottery: আচ্ছা বলুন তো, দেখি আপনি লটারিতে ১ কোটি টাকা জিতলে সরকারকে ট্যাক্স দেওয়ার পর কত টাকা হাতে পাবেন? প্রশ্ন শুনেই হকচকিয়ে গেলেন তো? চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সাধারণ জ্ঞানের আরও একটি মজাদার তথ্য।
advertisement
advertisement
advertisement
যদি আপনি টিভি গেম শোতে বড় অঙ্কের পুরস্কার পান অথবা লটারিতে বিরাট অঙ্কের অর্থ যেতেন, তাহলে সেক্ষেত্রে উদযাপন কিন্তু প্রায়শই করের কারণে ম্লান হয়ে যায়। কারণ আয়কর আইনের অধীনে, লটারি, ক্রসওয়ার্ড পাজল, ঘোড়দৌড়, বাজি, তাস খেলা এবং টেলিভিশন প্রতিযোগিতা থেকে জয়ের উপর ৩০ শতাংশ হারে কর আরোপ করা হয়, সঙ্গে সেস এবং সারচার্জও প্রযোজ্য হয়।
advertisement
advertisement
এর অর্থ হল, যদি আপনি লটারি বা গেম শোতে ১ কোটি টাকা জিতে থাকেন, তাহলে ৩০ লক্ষ টাকা সরাসরি আয়করের উদ্দেশ্যে যাবে। সেইসঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ সারচার্জও আরোপ করা হবে। এছাড়াও, শিক্ষা কর (CESS) এবং উচ্চ শিক্ষা কর (Higher Education CESS) এর মতো করও দিতে হবে আপনাকে। আপনি যে প্রতিষ্ঠান থেকে পুরস্কারের অর্থ জিতেছেন সেই প্রতিষ্ঠান এই করগুলি কেটে নেওয়ার জন্য দায়ী থাকবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement