এই বিশেষ 'ধান' চাষে ফলছে 'সোনা'...! খরচ এক, ফায়দা 'ডবল'! 'বড়লোক' হওয়া আটকায় কে?
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
কৃষক রতন প্রামানিক জানান, "পদ্ধতি জানা ছিল না তাই ইউটিউবের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এবং অনলাইনে বীজ কেনার পর প্রায় দুই বিঘা জমিতে ধান চাষ করেছি। ধান চাষ সফলভাবে হয়েছে। আশা করছি আগামীতে এই পদ্ধতিতে ধান চাষ করে লাভবান হতে পারব।"
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর দূশয়ান্ত কুমার রাঘব জানান, "সাধারণ পদ্ধতিতে এই ধান চাষ করা যায়। অন্যান্য ধানের মতোই পরিচর্যা করলে কালো ধান চাষ করতে পারবেন জেলার কৃষকরা। যদিও মালদহ জেলায় এই কালো ধান চাষে খুব কম আগ্রহ দেখা দেয় কৃষকদের। তবে এই ধান চাষে প্রচুর লাভ রয়েছে। এই চাষ করলে অন্যান্য ধানের তুলনায় বাজারে বেশি দাম পাবেন কৃষকরা।"
advertisement
advertisement









