পুরুলিয়ার গরিব ও মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখে কম খরচে নতুন আইসিইউ পরিষেবা সূচনা করা হয়েছে। আগামী দিনে স্বাস্থ্যসাথী কার্ড-এর মাধ্যমে এই আইসিইউ পরিষেবার সুযোগ সুবিধা নিতে পারবে জেলাবাসী। পুরুলিয়া জেলায় হার্টের চিকিৎসা সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য ক্যাথ ল্যাব তৈরি করার পরিকল্পনাও নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও আগামী দিনের ক্যান্সার হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুন: শান্তিপুর ষ্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে, কী হতে পারে নতুন নাম? জেনে নিন
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে , পুরুলিয়ায় কোনও বেসরকারি হাসপাতালে এই ধরনের চিকিৎসা পরিষেবা নেই বললেই চলে। তারা আশা রাখছে আগামী দিনের রোগীদের আর বাইরে কোথাও যেতে হবে না। উন্নতমানের চিকিৎসা পরিষেবা তারা এখানেই পাবেন। আগামী দিনে আরও উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন তারা।
বহু মুমূর্ষ রোগী শহরের এই বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে সুস্থ হয়ে উঠেছেন। বিভিন্ন সময়তেই জটিল অস্ত্র প্রচারেও যথেষ্ট সফলতা অর্জন করেছে এই হাসপাতাল। এবার উন্নত মানের আইসিইউ পরিষেবা চালু করায় চিকিৎসা ক্ষেত্রে পুরুলিয়ার মুকুটে আরও এক নয়া পালক যুক্ত হল বলে মনে করছে শহরবাসীরা।





