Theft in Police's House: খোদ পুলিশের বাড়িতেই জানলা ভেঙে চুরি, মা কালীর ২০ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না হাপিশ, নেওয়া হল বিশেষ ব্যবস্থা

Last Updated:

Theft in Police's House: নিরাপত্তা তাহলে কোথায়, খোদ এসআইয়ের বাড়িতে রাখা ঠাকুরের গয়না সব লোপাট

চুরি আটকাতে ইট গাঁথার কাজ চলছে
চুরি আটকাতে ইট গাঁথার কাজ চলছে
মুর্শিদাবাদ: আইনের রক্ষক যখন রক্ষা করেন সমাজের মানুষদের নিরাপত্তা, আর অন্যদিকে খোদ আইনের রক্ষকের বাড়িতেই ঘটল চুরির ঘটনা। জানালা ভেঙে ১৫-২০ লক্ষ টাকার সোনার অলঙ্কার এবং রুপোর অলঙ্কার সহ কাঁসার বাসনপত্র চুরি হয়ে গেল এএসআই তুহিন সান্যালের বাড়ি থেকে।
বৃহস্পতিবার রাত্রে নওদা থানার সান্যাল পাড়া এলাকায় ওই চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। আর দ্বিতীয়বার চুরি যাতে না হয় তার জন্য অভিনব পদ্ধতি নেওয়া হয়েছে৷
advertisement
advertisement
পরিবারের পক্ষ থেকে তুহিন সান্যালের মা গৌরী সান্যাল জানিয়েছেন, এলাকার একটি কালী মন্দিরে কালীপুজো উপলক্ষে অনেকেই সোনার অলঙ্কার পরান কালী মাকে। পুজোর পর সেই সমস্ত গয়না রাখা ছিল ওই পুলিশ অফিসারের বাড়িতে। তাছাড়া নিজেদের গয়নাও রাখা ছিল নিচের তলার আলমারিতে। আর দ্বিতল ওই বাড়ির নিচের তলায় কেউ থাকেন না। দোতলায় ছিলেন তুহিন বাবুর মা সহ পরিবারের লোকেরা। সেই সুযোগে রাত্রের অন্ধকারে জানালা ভেঙে সমস্ত সোনা এবং রুপোর গয়না চুরি হয়ে গিয়েছে বলেই অভিযোগ।
advertisement
ওই ঘটনায় নওদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দ্বিতীয়বার যাতে চুরি না হয় সে কারণে শনিবার সকাল থেকে ওই জানালা ইট ও সিমেন্ট দিয়ে গেঁথে দেওয়া হচ্ছে এই বাড়িতে। চুরি যাওয়া দ্রব্য প্রায় আনুমানিক ১৫ -২০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এ এস আই তুহিন সান্যাল অন্য থানায় পোস্টিং রয়েছেন। ঘটনা শুনে চিন্তিত তিনিও। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে নওদা থানার পুলিশ। নওদা থানার পুলিশ জানিয়েছে, ‘‘আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।’’
advertisement
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Theft in Police's House: খোদ পুলিশের বাড়িতেই জানলা ভেঙে চুরি, মা কালীর ২০ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না হাপিশ, নেওয়া হল বিশেষ ব্যবস্থা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement