পকেটে ৩০০ টাকা থাকলেই কেল্লাফতে। ভাল মানের মদ মিলে যাবে। তারওপরে কোনও জিএসটি লাগে না। ফলে দেখা গিয়েছে দুর্গাপুজোর পর থেকে ভুটান মদ ছড়িয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায়। যদিও আলিপুরদুয়ার আবগারি দফতরের পক্ষ থেকে অভিযান চলছে এবং বিপুল পরিমানের ভুটানের মদ ধরা পড়ছে। তবুও ঠেকানো যাচ্ছে না ভুটান মদের রমরমা ব্যবসা। বিশেষ করে চা বলয় এলাকাগুলিতে বিক্রি বেশি ভুটান মদের।
advertisement
আরও পড়ুনঃ শীতের সপ্তাহান্তে ঘোরার প্ল্যান? কলকাতার কাছেই ৫ অফবিট জায়গা হোক আপনার ডেস্টিনেশন, জানুন খুঁটিনাটি
বীরপাড়া, জয়গাঁ, কালচিনি, কুমারগ্রামের মতো এলাকাগুলিতে মিলছে মদ। ভুটান বিয়ার ২০০ টাকায় মেলে আর ভুটান হুইস্কি মেলে ৩০০ টাকায়। ভুটান মদের বিক্রি বেড়ে যাওয়ার কারণে চিন্তায় ব্যবসায়ীরা। সুরাপ্রেমীদের ভিড় বাড়ছে চা বলয় এলাকাগুলিতে। আবগারি দফতরের আধিকারিক উগেন সেওয়াঙ জানান, “ভুটান মদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। অনেক সময় বোতলের ওপর লেবেল পরিবর্তন করে তা বিক্রির কৌশল করা হচ্ছে। আমরা নজর রাখছি।”





