Bizarre News: তীর্থে গিয়েছিল পরিবারের সকলে, বাড়ি ফিরতেই চক্ষু চড়কগাছ! আতঙ্কে কাঁপছে গোটা হিঙ্গলগঞ্জ
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Bizarre News: ঘরের বিভিন্ন কোণা থেকে একের পর এক সাপ বের হতে শুরু করছে। আতঙ্কিত পরিবার, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ২০ বিষধর সাপ। বাচ্চা ও বড় সাপ মিলিয়ে এত সংখ্যক সাপ একসঙ্গে দেখা অত্যন্ত বিরল।
হিঙ্গলগঞ্জ, জুলফিকার মোল্যা: এক ঘরে ২০ বিষধর সাপ, বাসিন্দারা রীতিমতো হতবাক। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়া বাউলিয়াপাড়ায় ঘর থেকে বের হতে শুরু করল সাপের ‘স্রোত’, আতঙ্কিত পরিবার। হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া বালিয়াপাড়ায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। উজ্জ্বল বাউলিয়া কয়েকদিনের জন্য তীর্থস্থানে ঘুরতে গিয়েছিলেন। সেই সুযোগে তাদের বাড়ি ফাঁকা থাকায় হঠাৎ বাড়িতে আশ্রয় নিয়েছে বিষধর সাপের দল।
পরিবার বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গেই তারা লক্ষ্য করেন, ঘরের বিভিন্ন কোণা থেকে একের পর এক সাপ বের হতে শুরু করছে। আতঙ্কিত পরিবার সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেন। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত উদ্ধার করেছেন প্রায় ২০ বিষধর সাপ, যার মধ্যে বাচ্চা ও বড় সাপ মিলিয়ে এত সংখ্যক সাপ একসঙ্গে দেখা অত্যন্ত বিরল। এলাকায় এই চমকপ্রদ দৃশ্য দেখার জন্য মানুষ ছুটে আসেন। কেউ কেউ এই ঘটনা ক্যামেরাবন্দি করতেও ভোলেননি। বন দফতরের কর্মকর্তারা জানাচ্ছেন, তারা সতর্কতার সঙ্গে সাপগুলোর নিরাপদ উদ্ধার এবং স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন।
advertisement
আরও পড়ুনঃ ৭০০ টাকায় শুরু, এখন মাসে হাজার হাজার টাকা রোজগার ‘এই’ গৃহবধূর! তাঁর সাফল্যে অনুপ্রাণিত বহু! চিনুন তাঁকে
স্থানীয়রা জানান, এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি। বাড়ির বাইরে চলাফেরা করতেও অনেকেই দ্বিধা করছেন। ছোট শিশুরা এবং বৃদ্ধরা বিশেষভাবে আতঙ্কিত। এক কথায়, বাঁকড়া বাউলিয়াপাড়ায় ঘর থেকে একের পর এক সাপ বের হওয়ার এই ঘটনা পুরো এলাকার জন্য এক চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের মধ্যে এখনও উত্তেজনা এবং কৌতূহলের মিশ্রণ বিরাজ করছে, এবং সবাই আশেপাশের বাড়ি ও খোলা জায়গায় সতর্কতা অবলম্বন করছেন।
advertisement
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 25, 2025 6:34 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bizarre News: তীর্থে গিয়েছিল পরিবারের সকলে, বাড়ি ফিরতেই চক্ষু চড়কগাছ! আতঙ্কে কাঁপছে গোটা হিঙ্গলগঞ্জ
