TRENDING:

Theft in Police's House: খোদ পুলিশের বাড়িতেই জানলা ভেঙে চুরি, মা কালীর ২০ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না হাপিশ, নেওয়া হল বিশেষ ব্যবস্থা

Last Updated:

Theft in Police's House: নিরাপত্তা তাহলে কোথায়, খোদ এসআইয়ের বাড়িতে রাখা ঠাকুরের গয়না সব লোপাট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: আইনের রক্ষক যখন রক্ষা করেন সমাজের মানুষদের নিরাপত্তা, আর অন্যদিকে খোদ আইনের রক্ষকের বাড়িতেই ঘটল চুরির ঘটনা। জানালা ভেঙে ১৫-২০ লক্ষ টাকার সোনার অলঙ্কার এবং রুপোর অলঙ্কার সহ কাঁসার বাসনপত্র চুরি হয়ে গেল এএসআই তুহিন সান্যালের বাড়ি থেকে।
চুরি আটকাতে ইট গাঁথার কাজ চলছে
চুরি আটকাতে ইট গাঁথার কাজ চলছে
advertisement

বৃহস্পতিবার রাত্রে নওদা থানার সান্যাল পাড়া এলাকায় ওই চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। আর দ্বিতীয়বার চুরি যাতে না হয় তার জন্য অভিনব পদ্ধতি নেওয়া হয়েছে৷

আরও পড়ুন – Cyclone Montha Rain Alert: শক্তি বাড়িয়ে আরও মারাত্মক আকার নিচ্ছে সাইক্লোন, ছটের মধ্যেই ল্যান্ডফল, বাংলায় শুধুই বৃষ্টির তাণ্ডব, রইল ওয়েদার আপডেট

advertisement

পরিবারের পক্ষ থেকে তুহিন সান্যালের মা গৌরী সান্যাল জানিয়েছেন, এলাকার একটি কালী মন্দিরে কালীপুজো উপলক্ষে অনেকেই সোনার অলঙ্কার পরান কালী মাকে। পুজোর পর সেই সমস্ত গয়না রাখা ছিল ওই পুলিশ অফিসারের বাড়িতে। তাছাড়া নিজেদের গয়নাও রাখা ছিল নিচের তলার আলমারিতে। আর দ্বিতল ওই বাড়ির নিচের তলায় কেউ থাকেন না। দোতলায় ছিলেন তুহিন বাবুর মা সহ পরিবারের লোকেরা। সেই সুযোগে রাত্রের অন্ধকারে জানালা ভেঙে সমস্ত সোনা এবং রুপোর গয়না চুরি হয়ে গিয়েছে বলেই অভিযোগ।

advertisement

View More

ওই ঘটনায় নওদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দ্বিতীয়বার যাতে চুরি না হয় সে কারণে শনিবার সকাল থেকে ওই জানালা ইট ও সিমেন্ট দিয়ে গেঁথে দেওয়া হচ্ছে এই বাড়িতে। চুরি যাওয়া দ্রব্য প্রায় আনুমানিক ১৫ -২০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এ এস আই তুহিন সান্যাল অন্য থানায় পোস্টিং রয়েছেন। ঘটনা শুনে চিন্তিত তিনিও। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে নওদা থানার পুলিশ। নওদা থানার পুলিশ জানিয়েছে, ‘‘আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

Kaushik Adhikary

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Theft in Police's House: খোদ পুলিশের বাড়িতেই জানলা ভেঙে চুরি, মা কালীর ২০ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না হাপিশ, নেওয়া হল বিশেষ ব্যবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল