Liquor: বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়! কেন দাম কম জানেন?

Last Updated:

Liquor: পকেটে ৩০০ টাকা থাকলেই কেল্লাফতে। ভাল মানের মদ মিলে যাবে। তারওপরে কোনও জিএসটি লাগে না। ফলে দেখা গিয়েছে দুর্গাপুজোর পর থেকে ভুটান মদ ছড়িয়ে পড়েছে।

+
প্রতিকী

প্রতিকী ছবি

আলিপুরদুয়ার, অনন্যা দে: আলিপুরদুয়ারে কমছে ভারতে বিক্রয়যোগ্য মদের চাহিদা। দুর্গাপুজোয় বিক্রি ঠিকঠাক হলেও, ছটপুজো পর্যন্ত বিক্রি কেমন হবে তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। কারণ ভুটান মদ প্রবেশ করছে জেলায়। আলিপুরদুয়ার জেলার পাশেই রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান। এখনও ভুটান সীমান্তের অনেক জায়গাই খোলা। সেই সব জায়গা দিয়েই ভুটানের মদ প্রবেশ করছে এলাকায়। ফলে ভুটান মদের প্রতি আকর্ষণ বাড়ছে সুরাপ্রেমীদের।
পকেটে ৩০০ টাকা থাকলেই কেল্লাফতে। ভাল মানের মদ মিলে যাবে। তারওপরে কোনও জিএসটি লাগে না। ফলে দেখা গিয়েছে দুর্গাপুজোর পর থেকে ভুটান মদ ছড়িয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায়। যদিও আলিপুরদুয়ার আবগারি দফতরের পক্ষ থেকে অভিযান চলছে এবং বিপুল পরিমানের ভুটানের মদ ধরা পড়ছে। তবুও ঠেকানো যাচ্ছে না ভুটান মদের রমরমা ব্যবসা। বিশেষ করে চা বলয় এলাকাগুলিতে বিক্রি বেশি ভুটান মদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তীর্থ ভ্রমণে গিয়েছিল গোটা পরিবার, বাড়ির দরজা খুলতেই বইল বিষাক্ত ‘স্রোত’, আতঙ্কে কাঁপছে গোটা হিঙ্গলগঞ্জ
বীরপাড়া, জয়গাঁ, কালচিনি, কুমারগ্রামের মতো এলাকাগুলিতে মিলছে মদ। ভুটান বিয়ার ২০০ টাকায় মেলে আর ভুটান হুইস্কি মেলে ৩০০ টাকায়। ভুটান মদের বিক্রি বেড়ে যাওয়ার কারণে চিন্তায় ব্যবসায়ীরা। সুরাপ্রেমীদের ভিড় বাড়ছে চা বলয় এলাকাগুলিতে। আবগারি দফতরের আধিকারিক উগেন সেওয়াঙ জানান, “ভুটান মদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। অনেক সময় বোতলের ওপর লেবেল পরিবর্তন করে তা বিক্রির কৌশল করা হচ্ছে। আমরা নজর রাখছি।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Liquor: বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়! কেন দাম কম জানেন?
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement