Liquor: বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়! কেন দাম কম জানেন?
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Liquor: পকেটে ৩০০ টাকা থাকলেই কেল্লাফতে। ভাল মানের মদ মিলে যাবে। তারওপরে কোনও জিএসটি লাগে না। ফলে দেখা গিয়েছে দুর্গাপুজোর পর থেকে ভুটান মদ ছড়িয়ে পড়েছে।
আলিপুরদুয়ার, অনন্যা দে: আলিপুরদুয়ারে কমছে ভারতে বিক্রয়যোগ্য মদের চাহিদা। দুর্গাপুজোয় বিক্রি ঠিকঠাক হলেও, ছটপুজো পর্যন্ত বিক্রি কেমন হবে তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। কারণ ভুটান মদ প্রবেশ করছে জেলায়। আলিপুরদুয়ার জেলার পাশেই রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান। এখনও ভুটান সীমান্তের অনেক জায়গাই খোলা। সেই সব জায়গা দিয়েই ভুটানের মদ প্রবেশ করছে এলাকায়। ফলে ভুটান মদের প্রতি আকর্ষণ বাড়ছে সুরাপ্রেমীদের।
পকেটে ৩০০ টাকা থাকলেই কেল্লাফতে। ভাল মানের মদ মিলে যাবে। তারওপরে কোনও জিএসটি লাগে না। ফলে দেখা গিয়েছে দুর্গাপুজোর পর থেকে ভুটান মদ ছড়িয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায়। যদিও আলিপুরদুয়ার আবগারি দফতরের পক্ষ থেকে অভিযান চলছে এবং বিপুল পরিমানের ভুটানের মদ ধরা পড়ছে। তবুও ঠেকানো যাচ্ছে না ভুটান মদের রমরমা ব্যবসা। বিশেষ করে চা বলয় এলাকাগুলিতে বিক্রি বেশি ভুটান মদের।
advertisement
আরও পড়ুনঃ শীতের সপ্তাহান্তে ঘোরার প্ল্যান? কলকাতার কাছেই ৫ অফবিট জায়গা হোক আপনার ডেস্টিনেশন, জানুন খুঁটিনাটি
advertisement
আরও পড়ুনঃ তীর্থ ভ্রমণে গিয়েছিল গোটা পরিবার, বাড়ির দরজা খুলতেই বইল বিষাক্ত ‘স্রোত’, আতঙ্কে কাঁপছে গোটা হিঙ্গলগঞ্জ
বীরপাড়া, জয়গাঁ, কালচিনি, কুমারগ্রামের মতো এলাকাগুলিতে মিলছে মদ। ভুটান বিয়ার ২০০ টাকায় মেলে আর ভুটান হুইস্কি মেলে ৩০০ টাকায়। ভুটান মদের বিক্রি বেড়ে যাওয়ার কারণে চিন্তায় ব্যবসায়ীরা। সুরাপ্রেমীদের ভিড় বাড়ছে চা বলয় এলাকাগুলিতে। আবগারি দফতরের আধিকারিক উগেন সেওয়াঙ জানান, “ভুটান মদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। অনেক সময় বোতলের ওপর লেবেল পরিবর্তন করে তা বিক্রির কৌশল করা হচ্ছে। আমরা নজর রাখছি।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
October 25, 2025 9:34 PM IST
