West Bengal news: মদ্যপ অবস্থায় প্রতিবেশীর উপর হামলার জের, চাঞ্চল্য সোনারপুরে
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
West Bengal news: মদ্যপ অবস্থায় প্রতিবেশীর উপর নৃশংস হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোনারপুর খানা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের বুড়ি বটতলা অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়িতে ঢুকে ৫৭ বছর বয়সী বাবু দাসের উপর হামলা চালায় এলাকারই বাসিন্দা সঞ্জয় বাহাদুর।
সোনারপুর, সুমন সাহা: মদ্যপ অবস্থায় প্রতিবেশীর উপর নৃশংস হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোনারপুর খানা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের বুড়ি বটতলা অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়িতে ঢুকে ৫৭ বছর বয়সী বাবু দাসের উপর হামলা চালায় এলাকারই বাসিন্দা সঞ্জয় বাহাদুর।
সেই সময়ে বাড়িতে একাই ছিলেন বাবু দাস। অভিযোগ, ইট দিয়ে বাবু দাসের মাথায় আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে যান। তারপর সোনারপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পরিবারের দাবি, অভিযুক্ত সঞ্জয় প্রায়ই মদ্যপ অবস্থায় স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং আগেও একাধিকবার মারধরের ঘটনা ঘটিয়েছে।
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তের অত্যাচারে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ।
advertisement
বাবু দাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। তবে ঘটনার পর থেকেই সঞ্জয় বাহাদুর পলাতক। পুলিশ তাকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে। এলাকাবাসীর দাবি-এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হোক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Oct 25, 2025 8:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: মদ্যপ অবস্থায় প্রতিবেশীর উপর হামলার জের, চাঞ্চল্য সোনারপুরে









