৭০ জন ছেলের মধ্যে একটি মাত্র মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যা রীতিমত সকলের প্রশংসা কুড়িয়েছে। ধানবাদের বাসিন্দা ওই তরুণী। তবে মায়ের কর্মসূত্রে পুরুলিয়ায় বসবাস তার। পুরুলিয়ার বলরামপুরের জওহর নবোদয় বিদ্যালয়ের শিক্ষিকা তার মা। বাবা রেল পুলিশ। একাদশ শ্রেণীর ছাত্রী ইভানজলিন জ্যোতি খালকে। পুরুলিয়ার এজিপিএন কনভেন্ট এন্ড ইআর স্কুলের ছাত্রী সে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তার অধীর আগ্রহ। তাই আজ সে এই জায়গায় পৌঁছেছে।
advertisement
এ বিষয়ে ক্লাবের উদ্যোক্তারা বলেন, বেশ কয়েক বছর ধরে তারা এই প্রতিযোগিতার আয়োজন করছেন। যথেষ্ট ভাল সাড়া পান তারা। এ বছর তাদের খেলার অন্যতম আকর্ষণ অংশগ্রহণকারী এই মেয়েটি। যা সত্যিই প্রশংসনীয়। আগামী দিনে তারা আশা করছেন মেয়েদের অংশগ্রহণ আরও বাড়বে।
এ বিষয়ে অংশগ্রহণকারী জ্যোতি খালকে বলেন, তিনি দীর্ঘদিন থেকেই ব্যাডমিন্টন প্র্যাকটিস করছেন। এর আগেও অন্যান্য অনেক জায়গায় তিনি অংশগ্রহণ করেছেন। তবে এই প্রথমবার তিনি এতজন ছেলে প্রতিযোগীর সঙ্গে একাই প্রতিদ্বন্দ্বিতা করলেন। অভিজ্ঞতা বেশ ভালই ছিল। অনেকটাই অনুপ্রেরণা পেয়েছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে কোচ অরিন্দম দাস বলেন, এত জন ছেলের মাঝখানে একা একটি মেয়ের খেলা সত্যিই প্রশংসার যোগ্য। দীর্ঘ মনোবল থেকেই এই কাজ সে করতে পেরেছে। কোচ হিসেবে তার গর্ববোধ হচ্ছে।
দু-দিন ব্যাপী এই ব্যাডমিন্টন প্রতিযোগিতাকে ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। দর্শকদের করতালিতে ভরে উঠেছিল গোটা অডিটোরিয়াম।





