Birbhum Temple: কেরলের মন্দিরের আদলে কয়েক কোটি টাকা খরচে রামপুরহাটে মাথা তুলেছে, বুংকেশ্বরী মন্দিরে ঘুরে আসুন একদিনের ছুটিতে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum Temple: বীরভূমের রামপুরহাট রেলস্টেশন থেকে পশ্চিমদিকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে দেবী বুংকেশ্বরীর মন্দির। এই মন্দিরের পশ্চিমমুখে বামাক্ষ্যাপার আসনটি আজও আছে রয়েছে। এই আসনে বসেই তন্ত্রসাধনা করেছিলেন সাধক বামদেব বলে বিশ্বাস ভক্তদের।
বীরভূম, সৌভিক রায়: বীরভূম মানেই লালমাটি জেলা, আর বীরভূম মানেই বিভিন্ন দর্শনীয় স্থানের প্রতীক। আর এই বীরভূমের মধ্যেই রয়েছে জাগ্রত দেবী বুংকেশ্বরী। এই মন্দির রয়েছে বীরভূমে। বীরভূমের রামপুরহাট রেলস্টেশন থেকে পশ্চিমদিকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে দেবী বুংকেশ্বরীর মন্দির। এই মন্দিরের পশ্চিমমুখে বামাক্ষ্যাপার আসনটি আজও আছে রয়েছে। এই আসনে বসেই তন্ত্রসাধনা করেছিলেন সাধক বামদেব বলে বিশ্বাস ভক্তদের। বুংকেশ্বরী মন্দিরে তন্ত্রমতে দীক্ষা না থাকলে পৌরোহিত্য করা যায় না।
জনশ্রুতি, এই মন্দিরে সাধারণ মানুষ রাত্রিযাপন করতে পারেন না। বিশেষ তিথিতে কৌল-তান্ত্রিকরা এসে এখানে নিশিপুজো করেন। আর এই রামপুরহাটে বুংকেশ্বরী তলায় তৈরি হচ্ছে বুংকেশ্বরী মায়ের বিশাল মন্দির। আনুমানিক প্রায় কয়েক কোটি টাকা খরচ করে কেরলের একটি মন্দিরে আদলে তৈরি হচ্ছে এই মন্দির। তথ্য খুঁজে জানা গিয়েছে, এতবড় মন্দির রামপুরহাট শহরে আর কোথাও নেই বললেই চলে।
advertisement
আরও পড়ুনঃ ৫ দিনেই বাগানে, ছাদে ফলবে কেজি কেজি সুগন্ধি ধনেপাতা! ‘ম্যাজিক’ ট্রিক মেনে বাড়ির টবেই চাষ, বাজার থেকে ১ আঁটিও কিনতে হবে না
আসল যে মন্দির তার পাশে নির্মাণ হচ্ছে নতুন একটি মন্দির। আনুমানিক প্রায় ১০ বছর ধরে চলছে মন্দির নির্মাণ, রংয়ের কাজ এবং কারুকার্য। এমনিতেই প্রত্যেক বছর পৌষ মাসে পৌষ সংক্রান্তির সময় হাজার হাজার ভক্ত ভিড় করেন বুংকেশ্বরী মন্দিরে, বসে দু’দিনের মেলা। কথিত, পাঁচটি যে তত্ত্ব রয়েছে, তার শেষ তত্ত্ব হচ্ছে বুং আর এই বুং থেকে মা বুংকেশ্বরী।
advertisement
advertisement
বহু প্রাচীন এই মন্দির। সাধক বামাক্ষ্যাপা এখানে সাধনা করেছেন বলে বিশ্বাস ভক্তদের। এখানে বহু মহাপুরুষের সাধনা করেছেন, তাদের সমাধি রয়েছে। আর এই মন্দিরের পাশেই রয়েছে মহাশ্মশান। বীরভূমের রামপুরহাট শহরের নিশ্চিন্তপুরে মা বুংকেশ্বরী মন্দির অবস্থিত। এখানকার মা খুবই জাগ্রত বলে বিশ্বাস করেন ভক্তরা। সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন মা। সপ্তাহের প্রত্যেক শনিবার ও মঙ্গলবার মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। দুপুরে মায়ের ভোগ নিবেদন করা হয়। বহু পুরনো মন্দির হওয়ায় মন্দির কমিটির ইচ্ছে নতুন মন্দির তৈরি করে বুংকেশ্বরী মা-কে প্রতিষ্ঠা করবেন। তাই পাশে ফাঁকা মাঠের মধ্যে তৈরি হচ্ছে মায়ের মন্দির। প্রায় কয়েক কোটি টাকা খরচও হয়ে গিয়েছে। আর্থিক সমস্যার কারণে মন্দিরের কাজ কিছুটা ধীর গতিতে চলছে। তাই এবার বীরভূম ভ্রমণের জন্য এলে অবশ্যই তারাপীঠ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই মন্দির ঘুরে আসুন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
November 17, 2025 7:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Temple: কেরলের মন্দিরের আদলে কয়েক কোটি টাকা খরচে রামপুরহাটে মাথা তুলেছে, বুংকেশ্বরী মন্দিরে ঘুরে আসুন একদিনের ছুটিতে
