Business Idea: ১০ হাজার বিনিয়োগেই দুর্দান্ত বিজনেস আইডিয়া! অফলাইন-অনলাইন সবেতেই দারুণ চাহিদা, শীতে বেড়ে যায় কয়েকগুণ

Last Updated:

সামান্য পুঁজিতে লাভজনক ব্যবসা, এই শীতের সময় জিনিসের দারুণ চাহিদা! বর্তমানে গ্রাম ও শহর সর্বত্র এই জিনিস ভাল বাজার রয়েছে।

+
সৌখিন

সৌখিন মাটির টব

হাওড়া, রাকেশ মাইতি: সামান্য পুঁজিতে লাভজনক ব্যবসা, এই শীতের সময় জিনিসের দারুণ চাহিদা! বর্তমানে গ্রাম ও শহর সর্বত্র এই জিনিস ভাল বাজার রয়েছে। মাত্র ১০ হাজার টাকা পুঁজি লাগিয়ে শুরু করতে পারেন লাভজনক সৌখিন টবের ব্যবসা। অফলাইন ও অনলাইন বাজারে দারুণ চাহিদা রয়েছে সৌখিন টব, যেগুলি মানুষ দাম দিয়ে সংগ্রহ করছে। প্রস্তুতকারকের থেকে সংগ্রহ করে মানুষের চাহিদা মেটাতে পারলেও মাঝে ভাল লভ্যাংশ থাকছে। অল্প পুঁজিতে এই ব্যবসায় লাভবান হতে পারেন পুরুষ মহিলা যে কেউ উদ্যোগী।
স্যকুলেন্ট ক্যাকটাস ইনডোর গাছের টব শোপিস হ্যাঙ্গিংটব ও বনসাই-এর জন্য সৌখিন টব। সাধারণ মাটির টবের থেকে আলাদা। যা দেখতে অনেক বেশি আকর্ষণীয়। উন্নত প্রযুক্তিতে তৈরি হচ্ছে হাওড়ায়। যা দেশে-বিদেশে অনলাইন অফলাইনে চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানালেন টব ডিজাইনার ও প্রস্তুতকারক সংবিদ গোলুই।
advertisement
advertisement
যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে, সেই দিক গুরুত্ব দিয়ে বাড়ির বেলকনি অফিস বা ঘরের সৌন্দর্য বাড়াতে ইনডোর ও আউট ডোর গাছের ব্যাপক চাহিদা। গাছের চাহিদার সঙ্গে বাজার দখল করছে সৌখিন মানানসই টব।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
নকশা এবং আধুনিক কৌশলের মিশ্রণে তৈরি এই মাটির এই টব ব্যবসা উদ্যোগীদের আরও সহজে লাভের মুখ দেখাতে পারে। এই টবের দাম শুরু স্যাকুলেন্ট টব তিন ৪০-৫০ টাকা থেকে শুরু করে ইনডোর প্ল্যান্টের বিভিন্ন টব ১০০, ১৫০, ২০০ বিভিন্ন দামের এবং বনসাই টব ৫০০-৬০০ টাকা পর্যন্ত।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: ১০ হাজার বিনিয়োগেই দুর্দান্ত বিজনেস আইডিয়া! অফলাইন-অনলাইন সবেতেই দারুণ চাহিদা, শীতে বেড়ে যায় কয়েকগুণ
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজে ভাটা পড়বে না, কুয়াশার সতর্কতা সর্বত্রই
রাজ্যে শীতের আমেজে ভাটা পড়বে না, কুয়াশার সতর্কতা সর্বত্রই
  • রাজ্যে শীতের আমেজে ভাটা পড়বে না

  • কুয়াশার সতর্কতা সর্বত্রই

  • গোটা রাজ্যের আবহাওয়া থাকবে শুষ্ক

VIEW MORE
advertisement
advertisement