Business Idea: ১০ হাজার বিনিয়োগেই দুর্দান্ত বিজনেস আইডিয়া! অফলাইন-অনলাইন সবেতেই দারুণ চাহিদা, শীতে বেড়ে যায় কয়েকগুণ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
সামান্য পুঁজিতে লাভজনক ব্যবসা, এই শীতের সময় জিনিসের দারুণ চাহিদা! বর্তমানে গ্রাম ও শহর সর্বত্র এই জিনিস ভাল বাজার রয়েছে।
হাওড়া, রাকেশ মাইতি: সামান্য পুঁজিতে লাভজনক ব্যবসা, এই শীতের সময় জিনিসের দারুণ চাহিদা! বর্তমানে গ্রাম ও শহর সর্বত্র এই জিনিস ভাল বাজার রয়েছে। মাত্র ১০ হাজার টাকা পুঁজি লাগিয়ে শুরু করতে পারেন লাভজনক সৌখিন টবের ব্যবসা। অফলাইন ও অনলাইন বাজারে দারুণ চাহিদা রয়েছে সৌখিন টব, যেগুলি মানুষ দাম দিয়ে সংগ্রহ করছে। প্রস্তুতকারকের থেকে সংগ্রহ করে মানুষের চাহিদা মেটাতে পারলেও মাঝে ভাল লভ্যাংশ থাকছে। অল্প পুঁজিতে এই ব্যবসায় লাভবান হতে পারেন পুরুষ মহিলা যে কেউ উদ্যোগী।
স্যকুলেন্ট ক্যাকটাস ইনডোর গাছের টব শোপিস হ্যাঙ্গিংটব ও বনসাই-এর জন্য সৌখিন টব। সাধারণ মাটির টবের থেকে আলাদা। যা দেখতে অনেক বেশি আকর্ষণীয়। উন্নত প্রযুক্তিতে তৈরি হচ্ছে হাওড়ায়। যা দেশে-বিদেশে অনলাইন অফলাইনে চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানালেন টব ডিজাইনার ও প্রস্তুতকারক সংবিদ গোলুই।
advertisement
advertisement
যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে, সেই দিক গুরুত্ব দিয়ে বাড়ির বেলকনি অফিস বা ঘরের সৌন্দর্য বাড়াতে ইনডোর ও আউট ডোর গাছের ব্যাপক চাহিদা। গাছের চাহিদার সঙ্গে বাজার দখল করছে সৌখিন মানানসই টব।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
নকশা এবং আধুনিক কৌশলের মিশ্রণে তৈরি এই মাটির এই টব ব্যবসা উদ্যোগীদের আরও সহজে লাভের মুখ দেখাতে পারে। এই টবের দাম শুরু স্যাকুলেন্ট টব তিন ৪০-৫০ টাকা থেকে শুরু করে ইনডোর প্ল্যান্টের বিভিন্ন টব ১০০, ১৫০, ২০০ বিভিন্ন দামের এবং বনসাই টব ৫০০-৬০০ টাকা পর্যন্ত।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
November 17, 2025 6:30 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: ১০ হাজার বিনিয়োগেই দুর্দান্ত বিজনেস আইডিয়া! অফলাইন-অনলাইন সবেতেই দারুণ চাহিদা, শীতে বেড়ে যায় কয়েকগুণ
