একদিকে যেমন অবৈধ অনুপ্রবেশ ঘটছে ভারতীয় দালালদের মাধ্যমে। সেক্ষেত্রে এই অবৈধ অনুপ্রবেশের মধ্য দিয়ে জঙ্গিরাও প্রবেশ করতে পারে ভারতে এমনটাই আশঙ্কা করছেন সীমান্তের বাসিন্দারা। যদিও বর্তমানে সীমান্তের বাসিন্দাদের দাবি সীমান্ত এলাকায় কড়া নজরদারি রয়েছে বিএসএফের। তা সত্বেও কখনও কখনও বিএসএফের চোখ এড়িয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে ফেলছে বাংলাদেশীরা। তাই জঙ্গি নাশকতার আতঙ্কেই দিন কাটছে সীমান্তের বাসিন্দাদের।
advertisement
সূর্য অস্ত গেলেই আতঙ্ক বাড়ছে সীমান্তের মানুষের। প্রশাসন ও বিএসএফের আরও নজরদারি বাড়ানো প্রয়োজন বলেই মনে করছেন সীমান্তের বাসিন্দারা। বর্তমান পরিস্থিতিতে বিএসএফের উপর আস্থা থাকলেও কোথাও যেন আতঙ্কের কালো মেঘ গ্রাস করেছে সীমান্তের বাসিন্দাদের মনে। সীমান্তের কৃষকরা জানাচ্ছেন, পাকিস্তানি মনোভাবাপন্ন বাংলাদেশিদের ভারত বিদ্বেষী আচারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন। এখন দেখার সীমান্ত লাগোয়া মানুষের নিরাপত্তার দিকে কতটাই নজরদারি বাড়ায় রাজ্য প্রশাসন পাশাপাশি কেন্দ্রীয় সীমান্ত রক্ষী বিএসএফ।
Mainak Debnath





