স্থানীয় সূত্রে খবর, হুগলী জেলার পোলবার মহানাদে অ্যালপাইন ডিসটিলারিস প্রাইভেট লিমিটেড কোম্পানির কারখানায় আয়কর হানা অব্যাহত। কেন্দ্রীয় জওয়ানদের সাথে নিয়ে মঙ্গলবার ভোরে প্রায় ৩০ জনের একটি দল হানা দেয় কারখানায়। ১০টির বেশী গাড়ি করে আসেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। ভারত সরকারের ‘মিনিস্ট্রি অফ ফিনান্স’ একাধিক গাড়ি কারখানার ভিতরে প্রবেশ করতে দেখা যায়। সূত্রের খবর, কোম্পানী বিভিন্ন কাগজ পত্র পরীক্ষা নিরিক্ষা করে দেখছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সেখানেই শেষ ৩০ ঘন্টা ধরে তল্লাশি চালাচ্ছেন তদন্ত কারি আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন: সুগার-হাই প্রেশার, এমনকী ক্যানসার-বেশিরভাগ বাড়িতে থাকা এই গাছের এক পাতাতেই সব সমাধান
বুধবার ভোরে আয়কর দফতরের আধিকারীকরাদের একটি দল সিআরপিএফ নিয়ে মদ কারখানায় তল্লাসী অভিযানে আসে। কারখানার অ্যাকাউন্টসের কর্মিদের জিজ্ঞাসাবাদ শুরু করে,নথি খতিয়ে দেখা চলে ৩০ ঘন্টার বেশি সময় ধরে।কারখানার অন্যতম ডিরেক্টর দেবরাজ মুখার্জীকে অবশ্য দেখা যায়নি।
আরও পড়ুন: বাংলার গর্ব! বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় চমক, এবার অক্সফোর্ডে বক্তব্য রাখবেন মমতা!
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মঙ্গলবার সাধারন শ্রমিকরা কাজে যোগ দিতে এলে তাদের ঢুকতে দেওয়া হয়নি। বুধবার তাই নতুন করে কাজে যোগ দেওয়ার জন্য কোনো শ্রমিকের দেখা মেলেনি। কারখানার গেট দিয়ে দেখা যায়, সকালে আয়কর আধিকারিকরা ভিতরে পায়চারি করছেন। সিআরপিএফ জওয়ানরা কেউ বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন, তাতে কয়েকজন মহিলাও রয়েছেন।
—– রাহী হালদার