Mamata Banerjee Oxford University: বাংলার গর্ব! বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় চমক, এবার অক্সফোর্ডে বক্তব্য রাখবেন মমতা!

Last Updated:

Mamata Banerjee Oxford University: মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।

অক্সফোর্ডে মমতাকে ডাক
অক্সফোর্ডে মমতাকে ডাক
কলকাতা: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে চমকে দিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রতিনিধি। লন্ডনে বাণিজ্য বৈঠকে বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্য তাঁদের আমন্ত্রণও জানিয়ে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর জোনাথন (Professor Jonathan) এসেছিলেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে।
মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রফেসর বক্তৃতা দিতে উঠে বলেন, ”বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এর জন্য বাংলাকে ধন্যবাদ, ধন্যবাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও।”
advertisement
advertisement
এখানেই শেষ নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আমন্ত্রণও জানান অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। বিশেষ করে মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ডে বক্তব্য রাখতেও আমন্ত্রণ জানিয়ে যান তিনি। তাঁর কথায়, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি এবং তাঁর সংগ্রাম এবং কৃতিত্ব সম্পর্কে কথা বলতে অনুরধ করেছি। আমরা তাঁর জীবনের প্রতিফলন এবং বর্ণবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে তাঁর দৃষ্টিভঙ্গি এবং নীতি দ্বারা অনুপ্রাণিত হয়েছি’।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রসঙ্গত, এর আগে ব্রিটিশ শিল্পপতিদের লগ্নির আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্য সরকারের কাছে শিল্পের জন্য পর্যাপ্ত জমি রয়েছে। রয়েছে পর্যাপ্ত বিদ্যুৎও। তাঁর সরকারের আমলে কোনও বন্‌ধ হয় না। দক্ষ শ্রমিকও রয়েছে রাজ্যে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। আপনারা বাংলায় আসুন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Oxford University: বাংলার গর্ব! বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় চমক, এবার অক্সফোর্ডে বক্তব্য রাখবেন মমতা!
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement