Jyotipriya Mallick News: জেলে কী এমন ঘটেছিল? কেন তড়িঘড়ি SSKM-এ জ্যোতিপ্রিয়? জেল থেকে মিলছে বড় খবর
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Sourav Tewari
Last Updated:
Jyotipriya Mallick News: মঙ্গলবার বিকেলে জেলেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। বুকে ব্যথা অনুভব করেন তিনি।
কলকাতা: ইডি হেফাজতে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এমনকি এমনও অভিযোগ করছিলেন, বাঁদিকটা খারাপ হয়ে গিয়েছে তাঁর। শরীর খুব খারাপ। এরপর এবার মঙ্গলবার রাতে প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই তাঁকে আনা হয় এসএসকেএম হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের জন্যে এসএসকেএম হাসপাতালে একটি মেডিক্য়াল বোর্ড বসানো হয়েছে।
এই বোর্ডের মধ্যে রয়েছেন এন্ডোক্রোনোলিজ, নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, ইএনটি, মেডিক্যাল বিশেষজ্ঞ ডাক্তাররা। হাসপাতাল সূত্রে খবর তাদের পর্যবেক্ষণেই এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দেখা হচ্ছে। কার্ডিওলজি বিভাগের পাঁচ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে খবর ড্রপলার ইকো কার্ডিওগ্রাফির মাধ্যমে রক্তের প্রবাহের গতি নির্ণয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে কিনা সেদিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন ডাক্তাররা। কিছুদিন আগেই শ্বাসকষ্ট নিয়ে জেলের হাসপাতালেই অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমেই তাকে দীর্ঘক্ষণ অক্সিজেন দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাঁর সেলের মধ্যেও সেই অক্সিজেন সিলিন্ডার রাখার ব্যবস্থা করেছিল জেল কর্তৃপক্ষ। কিন্তু এবার শরীর খারাপ এমনই পর্যায়ে, তাঁকে নিয়ে যেতে হল এসএসকেএম হাসপাতালে।
advertisement
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে জেলেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। বুকে ব্যথা অনুভব করেন তিনি। কিছুটা শ্বাসকষ্টও হয় তাঁর। তাঁকে আনা হয় এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে। সেখানেই তাঁকে পরীক্ষা করেন চিকিৎসকরা। তার পরেই তাঁকে ভর্তি করে নেওয়া হয়। কার্ডিওলজির এমার্জেন্সি ওয়ার্ডের ৫ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে জ্যোতিপ্রিয়কে। তাঁর উপরে নজর রাখছে মেডিসিন ও নিউরোলজি বিভাগও।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 12:50 PM IST