Tulsi: সুগার-হাই প্রেশার, এমনকী ক্যানসার-বেশিরভাগ বাড়িতে থাকা এই গাছের এক পাতাতেই সব সমাধান
- Published by:Suman Biswas
- trending desk
Last Updated:
Tulsi: মিষ্টি তুলসী মস্তিষ্কের জন্য খুবই উপকারী বলে বিবেচিত হয়। এই তুলসী পাতা যেকোনও ভাবে খাওয়া যেতে পারে।
কলকাতা: তুলসী পাতা স্বাস্থ্যের জন্য নানা ভাবে উপকারী, আমরা অনেকেই একথা জানি। গবেষণায় প্রমাণিত হয়েছে যে, মিষ্টি তুলসীর পাতা বা পাতার রস খেলে অনেক মারাত্মক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। মিষ্টি তুলসী ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে উপকারী বলে মনে করা হয়। মিষ্টি তুলসীর গুঁড়ো বাজারে পাওয়া যায়। জেনে নেওয়া যাক এর কিছু উপকারিতা সম্পর্কে।
মিষ্টি তুলসী মস্তিষ্কের জন্য খুবই উপকারী বলে বিবেচিত হয়। এই তুলসী পাতা যেকোনও ভাবে খাওয়া যেতে পারে। এটি নিয়মিত খেলে মানুষের স্মৃতিশক্তি তীক্ষ্ণ হতে পারে। বিশেষত বয়সজনিত কারণে স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার মতো সমস্যা রোধ করতে পারে এই ভেষজ। দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা তার কারণে সৃষ্ট বিষণ্নতা থেকেও মুক্তি দিতে খুব কার্যকর এই গাছের পাতা।
advertisement
advertisement
মিষ্টি তুলসী ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে কার্যকরী। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, মিষ্টি তুলসী পাতার নির্যাস রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে। যাঁরা উচ্চ কোলেস্টেরল এবং ট্রাই-গ্লিসারাইডের সমস্যায় ভুগছেন তাঁরাও এই তুলসী পাতা খেয়ে দেখতে পারেন।
advertisement
যাঁরা উচ্চ রক্তচাপে ভুগছেন তাঁদের জন্যও মিষ্টি তুলসী খুব উপকারী। কিছু গবেষণায় দেখা গিয়েছে, মিষ্টি তুলসী খেলে উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগা রোগীদের রক্তচাপ কমতে শুরু করছে। মিষ্টি তুলসী ধমনী শিথিল করতেও সহায়ক বলে দেখা গিয়েছে।
কিছু গবেষণায় দাবি করা হয়েছে, মিষ্টি তুলসী পাতার নির্যাস এবং গুঁড়ো অনেক ধরনের ক্যানসার থেকে রক্ষা করতে পারে। এই তুলসী স্তন, কোলন এবং অগ্ন্যাশয়ের ক্যানসার থেকে রক্ষা করতে পারে। এছাড়া এটি শরীরে ব্যাকটেরিয়া বৃদ্ধিতেও বাধা দিয়ে থাকে। এই সব ব্যাকটেরিয়া দাঁতের ক্ষতি করতে পারে। তাই এটি দাঁতের স্বাস্থ্যের জন্য উপকারী।
advertisement
মিষ্টি তুলসী পাতা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এই পাতায় অনেক ঔষধি গুণ রয়েছে, যা ব্যাকটেরিয়ার বিস্তার রোধ করে এবং অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে।
আরও খবর পড়তে ফলো করুন
সব থেকে বড় কথা শুধু তুলসী সেবনই নয়, ঘরে এই মিষ্টি তুলসী রাখলেও অনেক উপকার পাওয়া যায়। ঘরে একটি মিষ্টি তুলসীর গাছ রাখলে মশা, মাছি বা অন্য পোকামাকড় আসে না।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 6:47 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tulsi: সুগার-হাই প্রেশার, এমনকী ক্যানসার-বেশিরভাগ বাড়িতে থাকা এই গাছের এক পাতাতেই সব সমাধান