দিঘা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে টানা পর পর কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। ২২ অগাস্ট থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে, তার সঙ্গে বইবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। ঘূর্ণাবর্তের কারণে উত্তাল থাকবে সমুদ্র।
advertisement
আরও পড়ুনঃ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি-তেই শুরু হচ্ছে MBA! সেমেস্টার প্রতি কত কোর্স ফি? জানুন
আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, ২২ অগাস্ট শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদহ এবং দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সর্তকতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় টানা বৃষ্টি চলছে। বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ নিম্নমুখী। ২২ অগাস্ট শুক্রবার দিঘা-সহ জেলায় আবহাওয়া থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, বজ্রপাতের হলুদ সতর্কতা জারি দিঘা-সহ জেলায়। ঘূর্ণাবর্ত রাজ্যের উপকূল-সহ সর্বত্রই নতুন করে দুর্যোগের আশঙ্কা সৃষ্টি করেছে।






