Fire Accident: গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই ব্লাউজের দোকান, পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে আগুন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই ব্লাউজের দোকান পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে আগুন, হাওড়ার জি টি রোড মল্লিক ফটক এলাকার ঘটনা
advertisement
1/5

গভীর রাতে জি টি রোডের মল্লিক ফটকে আচমকাই আগুন লেগে ভষ্মিভূত একটি দোকান। ওই দোকান থেকে আগুন লাগল পাশের একটি পানের গুমটি ও আরও একটি শাড়ির দোকানে। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
advertisement
2/5
গভীর রাতে অগ্নিকাণ্ড। রাতেই সেই খবর পৌঁছয় দোকান মালিকের কাছে। স্থানীয় মানুষ এবং দমকলের তৎপরতায় পার্শ্ববর্তী গুমটি ও শাড়ির দোকান সম্পূর্ণরূপে ক্ষতি হবার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। আগুনের হাত থেকে রক্ষা পায় গোটা বিল্ডিং।
advertisement
3/5
দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। ব্লাউজের দোকানের মালিক কার্তিক কুন্ডুর কথায় তার দোকান অগ্নিকাণ্ড হবার ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
advertisement
4/5
আগুন লাগার খবর শুনেই দৌড়ে যান দোকান মালিক, ততক্ষণে দোকান ভস্মীভূত হয়ে যায়।অল্পের জন্য রক্ষা পায় ওই তিন তলা বাড়িটি। দোকান মালিক কার্তিক জানান, শর্ট সার্কিট থেকে নয়। তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ।
advertisement
5/5
লাগোয়া স্কুল এবং ঘিঞ্জি এলাকা যেকোনো মুহূর্তে অগ্নিকাণ্ড বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, দমকলের তৎপরতায় রক্ষা হয়েছে। সকালে ঘটনা সাধারণ মানুষের সামনে আসে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Fire Accident: গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই ব্লাউজের দোকান, পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে আগুন