TRENDING:

Bankura News: শীতের মিষ্টি রোদে ভরসা রবিবার, মনোরম আবহাওয়ায় স্বস্তিতে বাঁকুড়া

Last Updated:
রবিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
1/6
শীতের মিষ্টি রোদে ভরসা রবিবার, মনোরম আবহাওয়ায় স্বস্তিতে বাঁকুড়া
বাঁকুড়া জেলায় রবিবার আবহাওয়া থাকবে স্বস্তিদায়ক ও মনোরম। শীতের আমেজ বজায় থাকলেও কনকনে ঠান্ডা বা প্রতিকূল আবহাওয়ার কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সারাদিন আকাশ থাকবে মূলত পরিষ্কার। সূর্যের দেখা মিলবে সকাল থেকেই, ফলে দিনের বেলায় তাপমাত্রা আরামদায়ক পর্যায়ে থাকবে।
advertisement
2/6
রবিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। ভোর ও সকালের দিকে হালকা শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের উষ্ণতায় সেই ঠান্ডার প্রভাব অনেকটাই কমে যাবে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
বিশেষ করে নদী, পুকুর ও খোলা মাঠ সংলগ্ন এলাকায় সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা যেতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
advertisement
4/6
বাতাস থাকবে হালকা থেকে মাঝারি গতির এবং দিক পরিবর্তনশীল। ঘণ্টায় গড়ে ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আর্দ্রতার মাত্রা থাকবে মাঝারি, ফলে গরম বা অস্বস্তিকর অনুভূতি হবে না। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে, যা কৃষিকাজের পক্ষে ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
5/6
এই আবহাওয়া শীতকালীন সবজি চাষের জন্য যথেষ্ট সহায়ক। বাঁকুড়ার বিভিন্ন ব্লকে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন-সহ শীতের ফসলের বৃদ্ধি এই আবহাওয়ায় আরও ভালো হবে বলে আশা কৃষকদের। পাশাপাশি রবিবার হওয়ায় জেলার পর্যটন কেন্দ্রগুলি—বিশেষ করে মুকুটমণিপুর, বিষ্ণুপুর ও আশপাশের এলাকায় পর্যটকদের ভিড় বাড়তে পারে বলে অনুমান।
advertisement
6/6
পরিষ্কার আকাশ ও আরামদায়ক তাপমাত্রার কারণে বাজারহাট, ধর্মীয় অনুষ্ঠান ও পারিবারিক আড্ডাতেও মানুষের উপস্থিতি বাড়বে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, রবিবার বাঁকুড়ায় শীতের হালকা আমেজ, নরম রোদ ও শান্ত আবহাওয়ায় কাটবে এক স্বস্তির দিন—এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: শীতের মিষ্টি রোদে ভরসা রবিবার, মনোরম আবহাওয়ায় স্বস্তিতে বাঁকুড়া
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল