এখন স্থানীয় থানায় জেনারেল ডায়েরি করে সেই নম্বর দিয়ে আবেদন করতে হয় অনলাইনে। হারানো সার্টিফিকেট ছাড়াও, স্কুলগুলির জন্য একাধিক সুবিধা করা হয়েছে। ছাত্র-ছাত্রী ও স্কুলের জন্য আলাদা অপশন রাখা হয়েছে। সমস্ত প্রক্রিয়ার ফলে খুবই সুবিধা হচ্ছে। এই সমগ্র প্রক্রিয়াটির সরলীকরণের জন্য সুবিধা হচ্ছে সবার।
আরও পড়ুন: ‘তোর দ্বারা কিচ্ছু হবে না’! সন্তানকে এগুলি বলার আগে ১০০ বার ভাবুন, ভয়ঙ্কর ক্ষতি হতে পারে! কেন জানেন?
advertisement
একথা জানিয়েছেন প্রধান শিক্ষক সংগঠনের সভাপতি চন্দন মাইতি। তিনি জানিয়েছেন এই একই রকম ব্যবস্থা মাধ্যমিকের ক্ষেত্রে করা উচিত। তাহলে আরও সুবিধা হবে। মাধ্যমিকে এখনও অফলাইন আবেদন করতে হচ্ছে। তবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ফি একটু কমালে ভাল হয় বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: মাধ্যমিক দিয়েছেন? মাধ্যমিক কথাটির অর্থ কী জানেন? রইল ৪ অপশন, বলতে পারলে আপনি জিনিয়াস
ফি কমালে উপকৃত হবে হাজার হাজার ছাত্র-ছাত্রী। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই যুগান্তকারী পদক্ষেপ নজির সৃষ্টি করেছে রাজ্যে। তবে উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিকেও এই ব্যবস্থা করলে খুবই ভাল হয় বলে জানিয়েছেন তাঁরা।
নবাব মল্লিক