হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস ফের চলবে সময় মতো! সমস্যার সমাধানের আশ্বাস ডিআরএমের
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Shantonu Das
Last Updated:
পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘদিন ধরেই নির্ধারিত সময়সূচি মেনে চলছে না। প্রায় প্রতিদিনই নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ছে ও দেরিতে গন্তব্যে পৌঁছচ্ছে ট্রেনটি। এর ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘদিন ধরেই নির্ধারিত সময়সূচি মেনে চলছে না। প্রায় প্রতিদিনই নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছাড়ছে ও দেরিতে গন্তব্যে পৌঁছচ্ছে ট্রেনটি। এর ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অফিসযাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী, সবাই এই অনিয়মিত পরিষেবার কারণে নানা সমস্যায় পড়ছেন।
যাত্রীদের অভিযোগ, “দৈনন্দিন কাজে আমাদের প্রায় প্রতিদিনই কলকাতায় যাতায়াত করতে হয়। যার জন্য বিশেষ করে এই ট্রেনই আমাদের একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিন ধরে এই ট্রেনটি নিয়মিত বিলম্বের কারণে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।” ট্রেন যাত্রীরা, রেলের প্রতি দাবি জানিয়েছেন, দ্রুত ট্রেনটির সময়সূচির অনিয়ম দূর করতে এবং পুনরায় নির্ধারিত সময়ে ট্রেন চালানোর ব্যবস্থা করতে, যাতে সাধারণ মানুষের যাতায়াতের স্বস্তি ফিরে আসে।
advertisement
advertisement
যদিও এই বিষয়ে আদ্রা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মুকেশ গুপ্তা বলেন, “পুরুলিয়া–হাওড়া এক্সপ্রেসের কোচগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। সে কারণেই বেশিরভাগ সময় ট্রেনটি বিলম্বিত হয়। এই সমস্যার সমাধানের জন্য নতুন কোচ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে দ্রুত এই সমস্যা মিটে যায়।”
advertisement
তবে এখন দেখার বিষয়, রেল প্রশাসনের এই আশ্বাস বাস্তবে কখন কার্যকর হবে এবং যাত্রীরা কতদিনের মধ্যে দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পাবে। সেই আশায় এখন দিন গুনছেন ট্রেন যাত্রীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 25, 2025 4:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস ফের চলবে সময় মতো! সমস্যার সমাধানের আশ্বাস ডিআরএমের
