Chhath Puja Banana Price: এ যেন উলটপুরাণ! সামনেই ছট পুজো, কলার দাম বেশি না হয় উল্টে নেমে গেল অনেকটাই! কারণ জানলে চমকে যাবেন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Chhath Puja Banana Price: ব্যবসায়ীদের আশা, পুজোর আগের দিন ভিড় বাড়লে বিক্রির পরিমাণ কিছুটা বাড়বে। তবুও সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, এ বছরের ছট পুজোয় ক্রেতারা যেমন সস্তায় উপকরণ পাচ্ছেন, তেমনি ব্যবসায়ীদের মুখে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে।
আগামী সোমবার, ২৭ অক্টোবর সন্ধ্যায় ছট পুজো উপলক্ষে নদী ও পুকুর ঘাট জুড়ে উপচে পড়বে ভক্তদের ভিড়। সূর্যদেবতার আরাধনায় বিশেষ ভূমিকা রয়েছে আস্ত কাঁদি চাঁপা কলার। পুজোর অন্যতম প্রধান উপকরণ হিসেবে প্রতিটি ভক্ত পরিবারেই লাগে এই কলা। আর সেই কারণেই প্রতিবছর এই সময়ে কলার চাহিদা থাকে তুঙ্গে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
চাহিদা কম নয়, কিন্তু অতিরিক্ত সরবরাহে বাজারের ভারসাম্য নষ্ট হয়েছে—এমনটাই মত আড়তদারদের। তবে ব্যবসায়ীদের আশা, পুজোর আগের দিন ভিড় বাড়লে বিক্রির পরিমাণ কিছুটা বাড়বে। তবুও সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, এ বছরের ছট পুজোয় ক্রেতারা যেমন সস্তায় উপকরণ পাচ্ছেন, তেমনি ব্যবসায়ীদের মুখে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে।
