Chhath Puja Banana Price: এ যেন উলটপুরাণ! সামনেই ছট পুজো, কলার দাম বেশি না হয় উল্টে নেমে গেল অনেকটাই! কারণ জানলে চমকে যাবেন

Last Updated:
Chhath Puja Banana Price: ব্যবসায়ীদের আশা, পুজোর আগের দিন ভিড় বাড়লে বিক্রির পরিমাণ কিছুটা বাড়বে। তবুও সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, এ বছরের ছট পুজোয় ক্রেতারা যেমন সস্তায় উপকরণ পাচ্ছেন, তেমনি ব্যবসায়ীদের মুখে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে।
1/6
আগামী সোমবার, ২৭ অক্টোবর সন্ধ্যায় ছট পুজো উপলক্ষে নদী ও পুকুর ঘাট জুড়ে উপচে পড়বে ভক্তদের ভিড়। সূর্যদেবতার আরাধনায় বিশেষ ভূমিকা রয়েছে আস্ত কাঁদি চাঁপা কলার। পুজোর অন্যতম প্রধান উপকরণ হিসেবে প্রতিটি ভক্ত পরিবারেই লাগে এই কলা। আর সেই কারণেই প্রতিবছর এই সময়ে কলার চাহিদা থাকে তুঙ্গে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
আগামী সোমবার, ২৭ অক্টোবর সন্ধ্যায় ছট পুজো উপলক্ষে নদী ও পুকুর ঘাট জুড়ে উপচে পড়বে ভক্তদের ভিড়। সূর্যদেবতার আরাধনায় বিশেষ ভূমিকা রয়েছে আস্ত কাঁদি চাঁপা কলার। পুজোর অন্যতম প্রধান উপকরণ হিসেবে প্রতিটি ভক্ত পরিবারেই লাগে এই কলা। আর সেই কারণেই প্রতিবছর এই সময়ে কলার চাহিদা থাকে তুঙ্গে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
এবারও সেই দৃশ্য দেখা যাচ্ছে নদিয়ার মাজদিয়া বাজারে। গত দুই দিন ধরে মাজদিয়া সবজি আড়তে প্রচুর পরিমাণে আসছে চাঁপা কলার কাঁদি।
এবারও সেই দৃশ্য দেখা যাচ্ছে নদিয়ার মাজদিয়া বাজারে। গত দুই দিন ধরে মাজদিয়া সবজি আড়তে প্রচুর পরিমাণে আসছে চাঁপা কলার কাঁদি।
advertisement
3/6
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ বছর বিহার, ঝাড়খণ্ড এবং নদিয়ার স্থানীয় চাষিদের কাছ থেকেও প্রচুর পরিমাণে কলা আমদানি হয়েছে। ফলে বাজারে সরবরাহ অনেকটাই বেড়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ বছর বিহার, ঝাড়খণ্ড এবং নদিয়ার স্থানীয় চাষিদের কাছ থেকেও প্রচুর পরিমাণে কলা আমদানি হয়েছে। ফলে বাজারে সরবরাহ অনেকটাই বেড়েছে।
advertisement
4/6
গত বছর যেখানে এক কাঁদি চাঁপা কলার দাম উঠেছিল ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত, সেখানে এ বছর সেই দাম নেমে এসেছে ১০০ থেকে ২০০ টাকায়। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় দাম এতটা কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা।
গত বছর যেখানে এক কাঁদি চাঁপা কলার দাম উঠেছিল ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত, সেখানে এ বছর সেই দাম নেমে এসেছে ১০০ থেকে ২০০ টাকায়। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় দাম এতটা কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা।
advertisement
5/6
মাজদিয়া আড়তের এক পাইকারি ব্যবসায়ী বলেন, “এইবার আমদানি অনেক বেশি হয়েছে, তাই দাম পড়ে গেছে। আমরা লোকসানেই বিক্রি করছি।” অন্যদিকে ক্রেতাদের মুখে কিন্তু হাসি। স্থানীয় এক ক্রেতা জানান, “প্রতিবছর ছট পুজোর আগে কলার দাম অনেক বেড়ে যায়, এবার সস্তায় কিনতে পেরে খুশি।”
মাজদিয়া আড়তের এক পাইকারি ব্যবসায়ী বলেন, “এইবার আমদানি অনেক বেশি হয়েছে, তাই দাম পড়ে গেছে। আমরা লোকসানেই বিক্রি করছি।” অন্যদিকে ক্রেতাদের মুখে কিন্তু হাসি। স্থানীয় এক ক্রেতা জানান, “প্রতিবছর ছট পুজোর আগে কলার দাম অনেক বেড়ে যায়, এবার সস্তায় কিনতে পেরে খুশি।”
advertisement
6/6
চাহিদা কম নয়, কিন্তু অতিরিক্ত সরবরাহে বাজারের ভারসাম্য নষ্ট হয়েছে—এমনটাই মত আড়তদারদের। তবে ব্যবসায়ীদের আশা, পুজোর আগের দিন ভিড় বাড়লে বিক্রির পরিমাণ কিছুটা বাড়বে। তবুও সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, এ বছরের ছট পুজোয় ক্রেতারা যেমন সস্তায় উপকরণ পাচ্ছেন, তেমনি ব্যবসায়ীদের মুখে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে।
চাহিদা কম নয়, কিন্তু অতিরিক্ত সরবরাহে বাজারের ভারসাম্য নষ্ট হয়েছে—এমনটাই মত আড়তদারদের। তবে ব্যবসায়ীদের আশা, পুজোর আগের দিন ভিড় বাড়লে বিক্রির পরিমাণ কিছুটা বাড়বে। তবুও সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, এ বছরের ছট পুজোয় ক্রেতারা যেমন সস্তায় উপকরণ পাচ্ছেন, তেমনি ব্যবসায়ীদের মুখে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে।
advertisement
advertisement
advertisement