সঙ্গে ছাতা না থাকলে কিন্তু ভুগবেন! দু' ঘণ্টার মধ্যে এই জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! তালিকায় আপনার জেলা নেই তো? বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:
এমনিতেই উৎসবের মরসুমে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আর তার মাঝেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
1/5
IMD তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, উত্তর কর্ণাটক-গোয়ার উপকূল থেকে দূরে পূর্ব মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি শীঘ্রই উত্তর দিকে অগ্রসর হতে শুরু করবে। বর্তমানে এই সিস্টেমটি ১৬.৫ ডিগ্রি উত্তর এবং ৭১.৫ ডিগ্রি পূর্বের কাছে কেন্দ্রীভূত রয়েছে। ২২ মে এটি একটি গভীর ডিপ্রেশন (Depression)-এ পরিণত হয়ে আরও তীব্র হতে পারে। আগামী ৬-৭ দিনের মধ্যে পশ্চিম উপকূল গুজরাত, কঙ্কণ এবং গোয়া, কর্ণাটক এবং কেরালায় এর কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এমনিতেই উৎসবের মরসুমে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আর তার মাঝেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
advertisement
2/5
দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামিকাল, মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সাত জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত।
আগামী দু'ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের এক জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
advertisement
3/5
এই নিম্নচাপের প্রভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে। গতি পেয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা। ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। 
আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগণার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা।
advertisement
4/5
নবমীর নিম্নচাপে পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টি হবে। নবমীর রাতেই হাওয়া বদলের সম্ভাবনা। দশমী ও একাদশী ভাসতে পারে কলকাতা-সহ বাংলার বেশ কিছু জেলা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা ১ এবং ২ অক্টোবর। বাংলা ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সঙ্গে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবার আশঙ্কা রয়েছে ।
advertisement
5/5
পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি যেতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনই সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
advertisement
advertisement