Chatt Puja: ছট পুজো শুরু, এই ফল ছাড়া ব্রত অসম্পূর্ণ! শুধু কলা নয়, আর কোন কোন ফল রাখতেই হবে পুজোয়? জেনে নিন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Chatt Puja: শুরু হচ্ছে ছট উত্সব। ছট পূজায় নিবেদিত প্রসাদগুলিরও বিশেষ তাৎপর্য রয়েছে।
ফরাক্কা, তন্ময় মণ্ডল: শুরু হচ্ছে ছট উত্সব। ছট পূজায় নিবেদিত প্রসাদগুলিরও বিশেষ তাৎপর্য রয়েছে। ছট পুজোয় কিছু বিশেষ ফল দেওয়া হয়, যেগুলো ছাড়া ছটের উপবাস অসম্পূর্ণ বলে মনে করা হয়। মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে প্রয়োজন অনুযায়ী বিক্রি হচ্ছে ছট পুজোর ফল।
জেনে নেওয়া যাক, ছটি মায়ের আশীর্বাদ পেতে কোন ফল নিবেদন করা উচিত। বঙ্গীয় পুরোহিত সভার সভাপতি চণ্ডী চরণ হালদার জানিয়েছেন, প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট পুজোর আয়োজন করা হয়। ছট উৎসব ভারতের কয়েকটি কঠিন উৎসবের মধ্যে একটি যা ৪ দিন ধরে চলে।
advertisement
advertisement
এই উৎসবে ৩৬ ঘণ্টা উপবাস রেখে সূর্য দেবতা ও ছটি মাইয়াকে পুজা করা হয় এবং তাদের অর্ঘ্য দেওয়া হয়। ইচ্ছা পূরণের জন্যও এই উপবাস করা হয়। নারীদের পাশাপাশি পুরুষরাও এই উপবাস পালন করেন। কার্তিক মাসের চতুর্থী তিথিতে স্নান, দ্বিতীয় দিনে খরনা এবং তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। চতুর্থ দিনে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে উপবাস ভাঙা হয়। বঙ্গীয় পুরোহিত সভার সভাপতি চণ্ডী চরণ হালদার কোন কোন ফল এই পুজোয় নিবেদন করা আবশ্যিক।
advertisement
নারকেল: ছট উৎসবে নারকেল নিবেদনের বিশেষ গুরুত্ব আছে বলে মনে করা হয়। কথিত রয়েছে যে, এটি নিবেদন করলে লক্ষ্মীর কৃপা সর্বদা ঘরে থাকে।
আখ: আখ ছটি মাইয়ার অন্যতম প্রিয় ফল। কথিত আছে যে এটি করলে ষষ্ঠী মা সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। ছট পূজায় আখ থেকে তৈরি গুড়ের প্রসাদও দেওয়া হয়।
advertisement
কলা: জ্যোতিষবিদরা জানাচ্ছেন শাস্ত্রমতে, কলাও ভগবান বিষ্ণুর প্রিয় ফল। কলা একটি খাঁটি ফল হিসাবে বিবেচিত হয়। কলা, ছটি মায়ের প্রিয় ফল বলে তাকে খুশি করতে কলা নিবেদন করা হয়।
advertisement
বাতাবি লেবুঃ এই লেবু সাধারণ লেবুর চেয়ে আকারে বড়। এই লেবু মা বিশেষভাবে পছন্দ করেন এবং তাই তাকে খুশি করার জন্য, প্রসাদে বাতাবি লেবু দেওয়া হয়।
পানি ফল: ছট পুজোর সময়, ষষ্ঠী মাকে পানি ফল দেওয়া হয়। পানি ফল এমন একটি ফল যে ছটি মাইয়াকে নিবেদন করলে তিনি পুরো পরিবারকে আশীর্বাদ করেন।
advertisement
সুপারি: সুপারি ছাড়া যে কোনও পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। সুপারি মা লক্ষ্মীর প্রিয় ফল হিসেবে পরিচিত। এই কারণেই ষষ্ঠী মাকেও সুপারি দেওয়া হয়। বিশ্বাস করা হয় এতে করে ঘরে প্রবেশ করেন মা লক্ষ্মী।
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2025 4:07 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Chatt Puja: ছট পুজো শুরু, এই ফল ছাড়া ব্রত অসম্পূর্ণ! শুধু কলা নয়, আর কোন কোন ফল রাখতেই হবে পুজোয়? জেনে নিন


