গরমের ছুটিতে ছাত্রছাত্রীরা লেখাপড়ার সঙ্গে কেমন সম্পর্ক রেখেছে। সেই সঙ্গে অভিভাবক তাদের ছেলেমেয়েদের দিক কতটা গুরুত্ব দিচ্ছেন। গরমের ছুটির কাজ বা প্রজেক্ট কতটা ছাত্র-ছাত্রীরা নিজেরা সম্পূর্ণ করতে পারছেন সেই সমস্ত দিক খতিয়ে দেখতে স্থানীয় স্কুলের শিক্ষকদের নিয়ে স্কুল পরিদর্শক বা এসআই ঘুরছেন ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি। এমন ছবি ধরা পড়ল হাওড়া ও উলবেড়িয়ায়-এক ব্লকে।
advertisement
আরও পড়ুন: প্রতিমার চুল তৈরি করাই হাওড়ার এই গ্রামের মানুষের প্রধান জীবিকা!
গরমের ছুটির প্রজেক্ট ছাড়াও সারা বছর লেখাপড়া এবং প্রত্যেক ছাত্র-ছাত্রীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ সাব ইন্সপেক্টরের। উলুবেড়িয়া এক ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিটি গ্রামে ছাত্রছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ কর্মসূচি। শিক্ষক, পড়ুয়া এবং অভিভাবকের মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে এই ভাবনা। বিদ্যালয় ও শিক্ষক শিক্ষিকার সঙ্গে ছাত্রছাত্রীর অভিভাবকের আরও সুসম্পর্ক গড়ে উঠলে শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের মানোন্নয়নে যেসব বাধা থাকে, তা সহজে অতিক্রম করা সম্ভব হয়। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জলের লক্ষ্যে শিক্ষক ও সাব ইন্সপেক্টর মিলে একটি দল ছাত্র-ছাত্রীর বাড়িতে পৌঁছছেন। এতে দারুণ উৎসাহিত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে সাব-ইন্সপেক্টর সুরজ মন্ডল জানান, ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মূল লক্ষ্য হল ছাত্র-ছাত্রীদের মত তাদের অভিভাবক গুণ এবং শিক্ষকের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠুক। এ প্রসঙ্গে শিক্ষক রাজদূত সামন্ত, কিঙ্কর মন্ডল, স্নেহেন্দু সামুই’রা জানান, এর মাধ্যমে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকের সঙ্গে স্কুলের ও শিক্ষকদের সুসম্পর্ক আরও মজবুত হবে। একটানা কয়েকটা দিন ছুটির মধ্যে ছাত্র-ছাত্রী ও শিক্ষকের মধ্যে সাক্ষাৎ প্রতিটি ছাত্র-ছাত্রীর আরও মানোন্নয়ন ঘটাবে।
রাকেশ মাইতি





