Howrah News: প্রতিমার চুল তৈরি করাই হাওড়ার এই গ্রামের মানুষের প্রধান জীবিকা!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
সকাল থেকে রাত গ্রামের মানুষ প্রতিমার চুল তৈরিতে ব্যস্ত, হাওড়ার পার্বতীপুর গ্রামের মানুষের প্রধান জীবিকা প্রতিমার চুল তৈরি, পুরুষ মহিলা উভয়ে এই কাজে ব্যস্ত
রাকেশ মাইতি, হাওড়া: প্রতিমার চুল তৈরির জন্য বিখ্যাত হাওড়ার পার্বতীপুর গ্রাম! এই গ্রামে প্রায় ৪০-৫০ টি পরিবার প্রতিমার চুল তৈরি পেশার সঙ্গে যুক্ত। এই গ্রামে প্রবেশ করলে দেখা যাবে চুল তৈরির দৃশ্য। চুল তৈরিতে চরম ব্যস্ততা গ্রামে। সারা বছর গ্রামে চুল তৈরির কাজ চললেও, দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকে প্রতিমার চুলের চাহিদা বেড়ে দারুন চাপ থাকে কাজে। পুরুষ মহিলা উভয়ে এই কাজের সঙ্গে যুক্ত। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিরামহীন চুল তৈরির কাজ। ভোর থেকে চুল ফোটানোর কাজ শুরু হয়। এরপর কার সঙ্গে সঙ্গে রোদে দেওয়া, বা চুল শুকোনোর কাজ। হাওড়ার এই গ্রাম থেকে কলকাতার কুমোরটুলি সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে প্রতিমার চুল।
প্রতিমার চুল তৈরির গ্রাম হিসাবে পরিচিতি পেয়েছে হাওড়া জগৎবল্লভপুরের পার্বতীপুর গ্রাম। চুল তৈরির প্রধান উপকরণ বা কাঁচা মাল হল পাট। পাট এবং পাট কাঠি আমদানি হয় পার্শ্ববর্তী জেলা হুগলি থেকে। পার্বতীপুর গ্রাম থেকে কয়েক মিনিট দূরত্বে হুগলি প্রথমেই বড়ো উনানে পাত্র বসিয়ে জল ফুটিয়ে রঙ দেওয়া হয়। এরপর ফুটন্ত জলে পাট দিয়ে ভাল করে রঙ মাখিয়ে নেওয়া হয়। এরপর রঙ করা পাট রোদ্দুরে মেলে দেওয়া হয়। শুকিয়ে এলে আবার রঙ, এভাবে একাধিকবার রঙ করার পর। পাট থেকে চুলে রূপান্তরিত হয়। পাট চুলের রূপ পেলে, এরপর বিভিন্ন সাইজ অনুযায়ী কাটা হয়। তারপর পাটের তৈর চুল পাট কাঠিতে পেঁচানো হয়। পাটে পেঁচানো চুল, ডজন হিসেবে বস্তাবন্দি করা হয় বাজারজাত করতে।
advertisement
advertisement
স্থানীয় কারিগররা জানান, সারা বছর চুল তৈরি হয়। সেই সঙ্গে সারা বছর কম বেশি অর্ডার মেলে। তবে দুর্গাপুজোর কয়েকমাস আগে সব থেকে বেশি চাহিদা হয়। অনেকই সারা বছর চুল তৈরি করে মজুত রাখেন, পুজোর আগে অর্ডার অনুযায়ী বিক্রি করেন। মজুত রাখতে অনেকটা পুঁজি প্রয়োজন হয় চুল তৈরিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 21, 2025 9:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: প্রতিমার চুল তৈরি করাই হাওড়ার এই গ্রামের মানুষের প্রধান জীবিকা!
